নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ম্যাজিক-কে কেন্দ্রে রেখে এর আগেও বাংলা সিরিয়াল দেখেছে দর্শক। সুব্রত রায় প্রোডাকশন-এর প্রযোজনায় আসে ‘ভানুমতীর খেল’। জাদুসম্রাট মহেন্দ্র সরকার ছিলেন গল্পের কেন্দ্রবিন্দু। এবার আরও একবার সেই ম্যাজিকের খেল ছোটপর্দায়। আর তা নিয়ে আসছেন রাজ চক্রবর্তী।
‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকের ছোট কাদম্বিনীর চরিত্রটি যে করেছিল সেই লিটল স্টার এই ধারাবাহিকের কেন্দ্রে। ম্যাজিক দেখাবে সে। নাম তার মেঘান চক্রবর্তী।
এ ছাড়াও রোশনি তন্বী ভট্টাচার্য, সপ্তর্ষি রায়, লাবণী সরকারকে দেখা যাবে এই ধারাবাহিকে। নায়কের মায়ের চরিত্রে দেখা যাবে লাবণী সরকারকে।
আরও পড়ুনঃ শুরু হল নবম ‘বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল’
রাজ চক্রবর্তীর প্রযোজনায় এর আগে ‘কাজললতা’, ‘কপালকুণ্ডলা’ দেখেছে দর্শক। এবার ‘ফেলনা’ দেখার পালা। কোন স্লটে কবে থেকে এই ধারাবাহিক আসছে তা জানা যায়নি এখনও। জানা যাবে শীঘ্রই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584