শুরু হল নবম ‘বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল’

0
100

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মহাসমারোহে শুরু হল নবম ‘বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল’। আয়োজনে ‘বেহালা সাংস্কৃতিক সম্মিলনী’। এ বছর ‘সর্বোত্তম সম্মান’-এ সম্মানিত করা হয় কিংবদন্তি তবলা শিল্পী পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়কে।

Behala Classical | newsfront.co

হাজির ছিলেন প্রখ্যাত তবলা শিল্পী তথা পারকশনিস্ট বিক্রম ঘোষ, মাননীয়া মন্ত্রী মালা রায়, পণ্ডিত কুশল দাস, মেয়র পারিষদ দেবাশিস কুমার, অনুষ্ঠানের অন্যতম উপদেষ্টা রূপক সাহা সহ আরও অনেকে।

Behala Classical festival | newsfront.co

অনুষ্ঠানটি চলবে ১২ জানুয়ারি অবধি। সুরেলা সফরে শামিল হবেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত শুভেন চ্যাটার্জি, ভেঙ্কটেশ কুমার, পণ্ডিত কুমার বসু, পণ্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়, পণ্ডিত কুশল দাস, সরওয়ার হুসেন, রাকেশ চৌরাসিয়া, রাহুল শর্মা, কৌশিকী চক্রবর্তী, জ্যোতি গোহো, সংযুক্তা দাস।

Bikram Ghosh | newsfront.co

বিগত বছরগুলিতে ‘সর্বোত্তম সম্মান’-এর মতো জীবনকৃতী সম্মানে সম্মানিত হয়েছেন সমাজের নানা পেশার গুণীরা। উস্তাদ আমজাদ আলি খান, পণ্ডিত বিরজু মহারাজ, আনন্দজি বিরজি শাহ, পি .কে.ব্যানার্জি, পণ্ডিত বিশ্বমোহন ভাট, কবিতা কৃষ্ণমূর্তি, হরিহরণ প্রমুখ।

আরও পড়ুনঃ আদিবাসী মেয়ের জীবনের গল্প নিয়ে আসছে ‘অগ্নিশিখা’

award ceremony | newsfront.co

Behala artists | newsfront.co

উদ্বোধনী লগ্নে পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিক্রম ঘোষ এবং কুশল দাসের মন্ত্রমুগ্ধকর পরিবেশনায় সমৃদ্ধ হয় ‘বেহালা ক্লাসিকাল ফেস্টিভ্যাল’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here