তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন উত্তর দিনাজপুর মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী ও হেমতাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি যথাক্রমে শিবানী মজুমদার ও তার স্বামী গোপাল মজুমদার। মঙ্গলবার হেমতাবাদে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির দলীয় পতাক তুলে নেন এদিন শিবানী দেবীর সাথে তার স্বামী তথা হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি গোপাল মজুমদার সহ বহু কংগ্রেস কর্মীরা।
লোকসভা ভোটের আগে হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি ও জেলা মহিলা কংগ্রেস সভানেত্রীর এমনভাবে দল ছাড়ার বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে জেলা কংগ্রেস মহলে।জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের পর মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গোপাল বাবু ও তাঁর স্ত্রী শিবানী দেবী। বিগত কয়েকদিন আগে কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের কাছে তাঁদের পদত্যাগ পত্রও জমা দিয়েছেন।বিগত পঞ্চায়েত ভোটে হেমতাবাদ জেলা পরিষদ এলাকার কংগ্রেস প্রার্থী ছিলেন শিবানী দেবী। এর আগে হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন শিবানী মজুমদার। কিন্তু গত পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের সামনে পরাজিত হতে হয় তাঁকে। এরপরই শিবানী দেবী অভিযোগ করেছিলেন, তাঁর নামে ছাপ দেওয়া প্রচুর পরিমাণে ব্যালট পেপার উদ্ধার হয়েছে হেমতাবাদ থেকে। এই বিষয়ে হেমতাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগও দায়ের করেছিলেন তিনি।রাজনৈতিক মহলের ধারণা, এই ঘটনার পর জেলা কংগ্রেস নেতৃত্ব বিষয়টিকে নিয়ে তেমন ভাবে আন্দোলনে না নামার কারণেই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন শিবানী দেবী।
আরও পড়ুনঃ দাড়িভিট কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ বিজেপি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584