নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
শনিবার রাতে ছিনতাইবাজের হাতে আক্রান্ত হলেন এক মহিলা ট্রেন যাত্রী।শনিবার রাতের এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলছেন ট্রেন যাত্রীদের একাংশ।
জানা গেছে,শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের হলদিয়াগামী হাওড়া লোকাল ট্রেনে তমলুক স্টেশনে ওঠেন এক মহিলা ও তার ছেলে।এরপর ট্রেন যথারীতি নির্দিষ্ট গন্তব্যের দিকে চলতে থাকে।এদিন ট্রেনটি বন্দর স্টেশনে ঢোকার পরই কামরা থেকে প্রায় সকল যাত্রীরা নেমে যান।এরপর ওই লোকাল ট্রেনটি বন্দর স্টেশন থেকে ছাড়াতেই হঠাৎ এক যুবক লাফ দিয়ে কামরার মধ্যে উঠে পড়ে।কামরার মধ্যে ওই মহিলাকে একা পেয়ে যুবকটি একটি ধারালো ছুরি বের করে এবং তার কাছে যা যা আছে বের করার কথা বলে।এরপর অতঙ্কিত হয়ে ওই মহিলা ট্রেন যাত্রীটি তার কাছে কিছুই নেই বলে বলে দেন।যুবকটি এরপর তার ছুরিটি দিয়ে ওই মহিলাকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু কোনোক্রমে ওই যুবককে রোধ করেন ওই যাত্রী।
কিন্তু হাতে গভীরভাবে চোট পান ওই যাত্রী।এই ঘটনায় কার্যত আতঙ্কিত হয়ে চেঁচামেচি করতে শুরু করে ওই মহিলা যাত্রীর সঙ্গে থাকা তার ছেলে।এরপর পরবর্তী স্টেশনে ট্রেন পৌঁছুতেই যখন কামরার মধ্যে এক মহিলা প্রবেশ করেন তখন ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায় ওই যুবক।
আরও পড়ুনঃ আবগারি দফতরের অভিযানে বাজেয়াপ্ত চোলাই তৈরির সরঞ্জাম,কাঁচামাল
এই ঘটনায় ওই মহিলা যাত্রীর অভিযোগ,“ট্রেনে আমার ছেলে বারবার চিৎকার করলেও রেল কর্তৃপক্ষ কোনো সাহায্য করেনি।এরপর ট্রেন গন্তব্যে পৌঁছনোর পর অনেক সময় পর রেল পুলিশ এসে আমাকে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584