শ্যামল রায়,কাটোয়াঃ
ইউরিয়া সারের সংকট চলছে।ফলে চাষীরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন।কাটোয়া মহকুমার মঙ্গলকোটে ইউরিয়া সারের সংকট ব্যাপকহারে দেখা গিয়েছে।এই ব্লকের বেশিরভাগ সময় ইউরিয়া সার মিলছে না বলে অভিযোগ চাষীদের।তাই বাধ্য হয়ে বেশি দামে ইউরিয়া সার কিনে জমিতে দিতে হচ্ছে।জানালেন ব্লকের বেশ কিছু চাষী।
এই প্রসঙ্গে ব্লকের সহকারি কৃষি অধিকর্তা উৎপল খেয়াড়ু জানিয়েছেন যে শীঘ্রই বর্ধমান সাঁইথিয়া সহ বেশ কয়েকটি জায়গায় ইউরিয়ার রেক আসবে। আশা করছি আর অসুবিধা হবে না সমস্যা কিছুদিনের মধ্যেই মিটে যাবে।মঙ্গলকোট ব্লকের বেশ কয়েকটি সমবায়ের ম্যানেজারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে ইউরিয়া মজুদ নেই তবে কৃষি দফতর সবসময় কালোবাজারি রুখতে নজরদারি চালাচ্ছে।
জুন থেকে আগস্ট মাস পর্যন্ত খরিফ ধান চাষের উপযুক্ত সময়।
তাই আগষ্ট মাস থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত জমিতে ইউরিয়া দেওয়ার ব্যাপক চাহিদা থাকে।ইউরিয়া সংকট থাকার কারণে জোগানে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।
এই ব্লকের উনিয়া সমবায় সহ বেশ কয়েকটি সমবায় ইউরিয়া মিলছে ফলে চাষীরা সমস্যায় পড়েছেন।মঙ্গলকোট ব্লকের বেশ কয়েকজন চাষী জানিয়েছেন যে তাদের সব এলাকায় ইউরিয়া সার মিলছে না তাই বাধ্য হয়ে বেশি দাম দিয়ে ডিলারদের কাছ থেকে ইউরিয়া কিনতে হচ্ছে।মঙ্গলকোট ব্লক কৃষি দফতর সূত্রে আরো জানা গিয়েছে যে চলতি মরসুমে মঙ্গলকোটে ১৬ হাজার একর জমিতে আমন ধান চাষ হয়েছে।
তবে গতবার এর থেকে বেশি চাষ হয়েছিল।
এরকম পরিস্থিতি কালনা মহকুমার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ইউরিয়া সারের সংকট চলছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে কাটোয়া কালনা মহকুমার সমবায় দফতরের রেজিস্টার বনানী দাস চক্রবর্তী চাষিদের কাছে জানিয়েছেন যে কাটোয়া মহকুমার প্রায় একশটি কৃষি সমবায় রয়েছে।এই মরসুমে চাষিরা ইউরিয়া সার বেশি ব্যবহার করে থাকেন তাই এই সময় গুলিতে প্রয়োজনের তুলনায় ইউরিয়া সারের ঘাটতি থাকে তবে আমি খোঁজ নিয়ে বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করব।
আরও পড়ুনঃ ঘুষ দিতে না চাওয়া রেশন ডিলারের সাসপেন্স ঘিরে বিক্ষোভ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584