নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ইতিমধ্যেই করোনা ভাইরাসের আতঙ্কে রয়েছে গোটা দেশ। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে একাধিক পদক্ষেপ নেয়া হচ্ছে এবিষয়ে। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রত্যেকটি ব্লক স্বাস্থ্য দপ্তর কেউ সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে গুজবে কান না দেওয়া ও আতঙ্ক ছড়ানো বিষয় গুলির উপরেও নানা পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার।এইসব সতর্ক থাকা সত্ত্বেও নতুন করে করোনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায়।
আরও পড়ুনঃ জল সংকট মেটাতে সুন্দরবনের পড়ুয়াদের পাশে বেসরকারী সংগঠন
জানা গিয়েছে গত ১৩ দিন ধরে সর্দি, কাশি সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন এক ব্যক্তি, অবশেষে ব্লক স্বাস্থ্য দপ্তরের তৎপরতায় ওই ব্যক্তিকে নজরে রাখা হয়েছে, ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দফতর থেকে ২-৩ দিনের জন্য ওই ব্যক্তিকে নজরে রাখার আদেশ দিয়েছে।
ইতিমধ্যেই তার পরিবার পরিজনসহ অসুস্থ ব্যক্তিকে পড়ানো হয়েছে মাক্স, যদিও এ ব্যাপারে ব্লক স্বাস্থ্য কেন্দ্র আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে, তারা বলেন এমন একটা ঘটনা ঘটেছে তবে এখনও পরিষ্কার নয়, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারন নেই, জানা গেছে যে সমস্ত করোনা ভাইরাসের লক্ষণগুলি দেখা যায় শরীরে সেই সব লক্ষণ পাওয়া যায়নি ওই ব্যক্তির কাছ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584