শ্যামল রায়, নবদ্বীপঃ
শনিবার ছিল লকডাউন এর ষষ্ঠ দিন। স্বব্ধ দেশ সহ গোটা রাজ্য। শুধুমাত্র খোলা রয়েছে জরুরী বিভাগীয় হিসাবে ওষুধের দোকান মুদিখানার ও ব্যাংক। তবে নবদ্বীপ ফেরিঘাট একটি গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। নদীয়ার নবদ্বীপ স্বরুপগঞ্জ মায়াপুর ইসকন সংযোগস্থলে গঙ্গার একটি ফেরিঘাট রয়েছে।
এখান দিয়ে বহু যাত্রী এই নৌপথে যাতায়াত করে, তাদের গন্তব্যস্থলে পৌঁছান। লকডাউন এর ফলে সমস্যা তৈরি হলেও মানুষ তাদের প্রয়োজনে আপৎকালীন ভাবে এই নৌকা পথেই যাতায়াত করছেন।
আরও পড়ুনঃ ‘সোশ্যাল ডিস্টেন্সিং’ সফল করতে সবজির বাজার বন্ধের নির্দেশ, রায়গঞ্জ পুরসভার
তবে এই ঘাট দিয়েই বিদেশী অনেক মানুষজন পারাপার করছেন। তবে তারা যেন এই ঘাট দিয়ে পারাপার না করে, বাড়ির কোয়ারেন্টাইন থাকে।সেই কথাই বলেছেন ঘাট কর্তৃপক্ষের একটা অংশ।
এদিন দেখা গেল মায়াপুর ইসকন থেকে কয়েকজন ভক্ত নবদ্বীপ শহরে এসেছিলেন। তারা ঘাট পারাপার করে আবার গন্তব্য স্থল, মায়াপুর ফিরে যাচ্ছিলেন। এদের ঘাট পারাপার উপর নিষেধাজ্ঞা জারির কথা বলেছেন অনেকেই।
তবে নবদ্বীপ ফেরিঘাট বন্ধ। আপৎকালীন পরিষেবা দিতে কয়েকজন কর্মীকে দেখা গেল এই ঘাটে। তবে এ বিষয়ে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কল্লোল কুমার ঘোষ জানিয়েছেন,” ওই ফেরিঘাটে আমাদের সিভিক এবং পুলিশ রয়েছে। যাতে কোন রকম অশান্তি তৈরি না হয়। গঙ্গায় আপৎকালীন ভাবে দু-একটি নৌকা যাতায়াত করছে মানুষের বিশেষ প্রয়োজনে”। তবে লকডাউন মানতেই হবে। লকডাউনের ফলে আমাদের করোনা ভাইরাসের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584