বিহার থেকে ঢুকতে বাধা, পুলিশকে মারধর সীমান্তের গ্রামে

0
33

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

নাকা চেকিং চলাকালীন সিভিক ভলান্টিয়ার ও গ্রামীণ পুলিশের উপর হামলা চালাল বিহারের কয়েকজন বাসিন্দা ৷ ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানা এলাকার বাংলা-বিহার সীমান্ত বিশাহার গ্রামে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ ৷ তবে, ঘটনার পর অভিযুক্তরা বিহারে পালিয়ে যায় ।

Checking | newsfront.co
নিজস্ব চিত্র

লকডাউনের কারনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সেজন্য বিশাহার গ্রামে নাকা চেকিং করছিল গ্রামীণ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার ৷

আরও পড়ুনঃ কোয়ারেন্টাইনে থাকা শ্রমিকদের পচা খাবার দেওয়ার অভিযোগ মালদহে

সে সময় বিহারের প্রায় ৫০ জন বাসিন্দা জোর করে রায়গঞ্জে প্রবেশ করতে চাইলে পুলিশ কর্মীরা বাধা দেন ৷ অভিযোগ, তারপরই তারা পুলিশের উপর হামলা চালায় ৷ ঘটনার পরে এলাকায় কড়া নজরদারির পাশাপাশি নাকা চেকিং শুরু করে পুলিশ ৷ বৈধ কাগজ ছাড়া এ রাজ্যে প্রবেশ নিষিদ্ধ করে দেয় পুলিশ ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here