সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
ভিন রাজ্য থেকে শিশুদের চিকিৎসা করাতে এসে বিপাকে পড়েছেন ত্রিপুরার বেশ কয়েকটি পরিবার। জানা যায়, দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য এসেছিলেন তাঁরা। মূলত ত্রিপুরা থেকে ন’টি শিশুকে নিয়ে হার্ট অপারেশন করতে এসেছিলেন দুর্গাপুরের এই নামি নার্সিংহোমে।
কিন্তু আচমকা লকডাউন হয়ে যাওয়ায়, প্রায় সপ্তাহ তিনেক ধরে আটকে রয়েছেন তাঁরা। যদিও লজে থাকা খাওয়া বাবদ যা হয়, এখন সেই খরচের টাকা টুকুও নেই তাঁদের কাছে। এমনকি বাইরে থেকে যে খাদ্য সামগ্রী কিনবে, তারও উপায় নেই পরিবারগুলোর বলে জানা গেছে।
আরও পড়ুনঃ চা বাগানের ম্যানেজারকে হেনস্থা, কাজ বন্ধের নোটিশ বাগান কর্তৃপক্ষের
তবে বিষয়টি জানার পর, চার নম্বর বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়, সেই ভিন রাজ্যের অসহায় পরিবারগুলিকে খাদ্য সামগ্রী প্রদান করেন। আর লকডাউন না ওঠা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানা গেছে।পাশাপাশি লকডাউনের মধ্যে এহেন পরিস্থিতিতে চেয়ারম্যানের এই উদ্যোগে যথেষ্ট খুশি অসহায় পরিবারগুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584