নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বহরমপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কল্যাণী সংঘ এলাকার বেশ কিছু যুবক ও মহিলারা নিজেদের উদ্যোগে, অর্থ যোগানের মাধ্যমে প্রায় তিনশোটি পরিবারের হাতে সবজি তুলে দেন। জানা যায়, এলাকায় অধিকাংশ জায়গাই বস্তি এলাকা। সেখানে দিন আনা দিন খাওয়া মানুষের বসবাস। তাই তারা এই লকডাউনের সময় কর্মহীন হয়ে সমস্যায় পড়েছেন।
সেকারণের জন্যই এই দুঃস্থদের পাশে খাদ্য সামগ্রী ও নানা প্রয়োজনীয় জিনিস বিতরণে এগিয়ে এসেছে বহু রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। আর এবার সেই একই পথে হাঁটলো, এলাকার স্থানীয় যুবক যুবতীরা।
আরও পড়ুনঃ যুদ্ধকালীন প্রস্তুতিতে মালদহে তৈরি হচ্ছে কোয়ারান্টিন সেন্টার
তবে অন্যান্যদের মত শুধু চাল,ডাল, দিয়েই নয়। বরং ভাতের পাশে তরকারি খাবার জন্য বেশ কিছু সবজিও তাঁরা দেন দুঃস্থদের। সব মিলিয়ে তাঁরা মোট তিনশো দুঃস্থ পরিবারের হাতে তুলে দেয় এদিন। এছাড়াও আগামীদিনেও আরও তিনশো পরিবারের হাতে খাবার তুলে দেওয়ার কথা বলেন এলাকারই এক যুবক সমর হাজরা। তবে এদিনের এই তরুণ তুর্কিদের সাহায্য পেয়ে যথেষ্ট খুশি দুঃস্থ পরিবারগুলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584