শেষের পথে যেসব ধারাবাহিক

0
214

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

লকডাউনের জেরে বিনোদনজগতে ঘটেছে বা ঘটতে চলেছে আমূল পরিবর্তন। টেলিভিশনের কথাই যদি বলি, শেষের পথে ‘নকশিকাঁথা’ ধারাবাহিক। শুটিং শেষ হয়েছে।

Sneha Chattarjee | newsfront.co

১৩ জুলাই থেকে সেই স্লটে আসছে ‘কী করে বলব তোমায়’। ধারাবাহিকের ভিলেন চরিত্র রোহিণী অর্থাৎ স্নেহা চ্যাটার্জি জানান- “মনটা খুব খারাপ। একটা পরিবারের মতো ছিলাম আমরা।”

Durga Durgeswari | newsfront.co

আসতে চলেছে আরেকটি ধারাবাহিক ‘ক্ষীরের পুতুল’। কিন্তু কোন স্লটে তা জানা যায়নি এখনও। একইভাবে শেষ হতে চলেছে ‘দুর্গা দুর্গেশ্বরী’। ১৩ জুলাই থেকে সেই স্লটে আসছে ‘তিতলি’। শুটিং পাড়া সূত্রের খবর অনুযায়ী, শুটিং শেষ হতে চলেছে ‘ত্রিনয়নী’রও। তবে, চ্যানেলের তরফে সঠিকভাবে কিছু জানানো হয়নি সংবাদ মাধ্যমকে।

Manali | newsfront.co

হঠাত করেই বন্ধ হয়ে গিয়েছে ‘কণক কাঁকন’, ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘চিরদিনই আমি যে তোমার’। আরেকটি বেসরকারি চ্যানেলে জুলাই থেকেই শুরু হচ্ছে ‘বৃদ্ধাশ্রম টু’ এবং ‘মা সন্তোষী’র শুটিং।

আরও পড়ুনঃ স্বপ্নডানা মেলে ১৩ জুলাই থেকে উড়বে ‘তিতলি’, শুরুতেই ভার্চুয়াল বিয়েবাড়ির ঝলক!

Serial | newsfront.co

তবে, ‘আগুন পাখি’, ‘অন্য যশোদা’, ‘বেঙ্গল ক্রাইম’ আর ফিরছে না বলেই খবর। ‘পুলিশ ফাইল’-এর শুটিং শুরু হয়েছে অবশ্য। নতুন গল্প এই মুহূর্তে দর্শককে বেশি আনন্দ দেবে বলে বিশ্বাস আকাশ আট চ্যানেলের সর্বময়ী কর্ত্রী ইশিতা সুরানার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here