দক্ষিণ দিনাজপুরে শক্তি বৃদ্ধি গেরুয়া শিবিরে

0
30

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

রাজ্যের শাসক দল যখন আগামী বিধানসভা ভোটের লক্ষ্যে প্রস্তুতি চালাচ্ছে জোরকদমে তখন দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির শক্তিবৃদ্ধি শিরে সংক্রান্তি ডেকে এনেছে শাসক দলের। চলতি বছরেই লকডাউন শুরুর আগে এমনকি লকডাউন চলার মধ্যেও বেশ কয়েক জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কপালে ভাঁজ ফেলেছে শাসক দলের। রবিবার ফের তালিকায় নতুন সংযোজন।

BJP | newsfront.co
নিজস্ব চিত্র

আজকে তপন বিধানসভা ১২ নম্বর জিপির মন্ডলের ৫ নম্বর দ্বীপখণ্ডা অঞ্চলের ২১ নং বুথের তৃণমূলের বুথ সভাপতি, তৃণমূলের প্রাক্তন মেম্বার সহ প্রায় ৪০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। এই দলবদলের অনুষ্ঠানে হাজির ছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির জেলা নেতা সুকান্ত মজুমদার ও জেলা সভাপতি বিনয় বর্মন সহ অন্যান্য জেলা নেতৃত্ব। তারা তৃণমূল থেকে আসা নেতা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন।

আরও পড়ুনঃ কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে যাওয়া শ্রমিকদের ফেরালো পুলিশ

বিজেপি নেতা তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দাবি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন মূলক কাজের প্রতি অনুপ্রানিত হয়ে ও তৃণমূল নেত্রীর দুর্নীতির প্রতি রুষ্ট হয়ে দলে দলে মানুষ তৃণমূল ও বাম দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। আজ তপনের দাড়ালহাটের তৃণমূলের বুথ সভাপতি সহ ৪০ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান যেমন করেছে। তেমনি একদা রানাঘাটের সি পি এম -এর প্রাক্তন সাংসদ তথা জ্যোতির্ময়ী শিকদার বিজেপিতে যোগ দিতে চেয়ে আবেদন জানিয়েছেন বলে তিনি দাবি করেন। আগামীতে আরও বড় চমক থাকবে বলেও তিনি জানান।

যদিও তপন বিধানসভার দুই বারের বিজয়ী তণমূলের বিধায়ক বাচ্চু হাসদা বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন। তেমন প্রয়োজন পরলে দলের সংগঠনকে আবার ঢেলে সাজিয়ে দলকে মজবুত করার ব্যবস্থ্যা অবশ্যই করা হবে বলেও তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here