নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সবথেকে বেশি কোন কোন বিখ্যাত ব্যক্তির নাম ভুল ভাবে উচ্চারিত হয়েছে? দেখে নেওয়া যাক এই বছরের তালিকা। আমেরিকার একটি ক্যাপশনিং সংস্থা তালিকা দিলো, কোন কোন নাম সে দেশের সংবাদ পাঠক বা প্রতিবেদকদের কাছে উচ্চারণ করা খুবই দুরূহ।
FOW-chee, CAW-ma-la, dah-VIN-chee, এই বছর ভুল উচ্চারণের তালিকার শীর্ষে। আমেরিকার বিখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ Anthony Fauci, নব নির্বাচিত উপরাষ্ট্রপতি Kamala Harris, এবং নবজাগরণের পথিকৃৎ Leonardo da Vinci এই তিনজনের নাম সঠিক উচ্চারণ করা আমেরিকানদের কাছে কষ্টসাধ্য, এই নামগুলিই গোটা বছর জুড়ে সব থেকে বেশিবার ভুল উচ্চারণ করা হয়েছে।
বুধবার এই তালিকা প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, তাদের কর্মীরা একটি সমীক্ষা চালিয়েছেন এই বিষয়ে। সেই সমীক্ষাতেই উঠে এসেছে এই তিনটি নাম, যা বার বার প্যাঁচে ফেলেছে সে দেশের সংবাদ পাঠক ও প্রতিবেদকদের।
আরও পড়ুনঃ ফেসবুক’র একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে মামলা
সংস্থাটির বয়স পাঁচ বছর, ব্যাবেল নামে একটি ভাষা শিক্ষার এপ্লিকেশন তাদের নিযুক্ত করেছে এই সমীক্ষার জন্য। ব্যাবেল- এর এক বর্ষীয়ান ভাষাবিদ, টোড এসরম্যান জানিয়েছেন সঠিক উচ্চারণ কিরকম হওয়া উচিত।
এবার দেখে নেওয়া যাক এসরম্যান এর সঠিক উচ্চারণের পদ্ধতি:
Anthony Fauci ( AN-thon-nee FOW-chee) , ইনি আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ এলার্জি এন্ড ইনফেকশাস ডিসিস এর অধিকর্তা।
Bangtan Sonyeondan (PUNG-tahn SOH-nyun-dahn): এটি দক্ষিণ কোরিয়ার একটি পপ ব্যান্ড, যার নাম ‘BTS’ বা Bulletproof boys scouts।
Giannis Antetokounmpo (YON-nis AHN-de-doh-KOON-boh): বিখ্যাত গ্রিক বাস্কেটবল খেলোয়াড়।
Kamala Harris (CAW-ma-la HAIR-iss): নব নির্বাচিত উপরাষ্ট্রপতি।
Leonardo da Vinci (lee-oh-NAR-doe dah-VIN-chee): ইতালিয়ান চিত্রকর, যাঁর বিখ্যাত সৃষ্টি ‘মোনালিসা’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584