তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
পুলিশের সাথে সাধারণ মানুষের সম্পর্ককে আরো নিবিড় করার লক্ষ্যে রবিবার কালিয়াগঞ্জ স্টেডিয়াম মাঠে জেলা পুলিশের উদ্যোগে কালিয়াগঞ্জ থানার ব্যবস্থাপনায় ক্ষেত নদী উৎসবের সূচনা হল কালিয়াগঞ্জ রশিদপুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলার মধ্য দিয়ে।এদিনের খেলায় বরুনা জনকল্যাল ৪-০গোলে পুরিয়া ঐক্য সন্মেলনীকে হারিয়ে বিজয়ীর গৌরব অর্জন করে।খেলার প্রথমার্ধে বরুনা জনকল্যাণের শীরেশ বর্মন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।পরবর্তীতে বরুনা দলের শিশু পাহান ও সজল মারডি খেলার দ্বিতীয়ার্ধে একটি করে গোল দেয়।পুরিয়া ঐক্য সম্মেলনী বেশ কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।এরপরেও পুরিয়া ঐক্য সম্মেলনী নিজেদের খামখেয়ালিপনার কারনে একটি আত্মঘাতী গোল করে।এদিন অনুষ্ঠানের সূচনা করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তপন দেব সিং ,বিশিষ্ট সমাজসেবী ও জেলা পরিষধের সদস্য দধি মোহন দেবশর্মা জেলা পরিষদ সদস্যা মোমেনা আহমেদ,সমাজসেবী তারেক আহমেদ ,স্বপন সরকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা, কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায় এবং কালিয়াগঞ্জ থানার টাউন বাবু অতনু চক্রবর্ত্তী ক্ষেত-নদী উৎসবের মূল ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষিত ক্ষেত ও নদী উৎসব আজ সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কালিয়াগঞ্জেও পালন করা হচ্ছে।তারই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন থানায় সাথে কালিয়াগঞ্জেও এই উৎসব পালন করা হয়।
যেমন ভাবে পালন করা হলো কালিয়াগঞ্জ থানার উদ্যোগে কালিয়াগঞ্জ স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলার মধ্য দিয়ে।এদিন ফুটবল খেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ । বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন সেই খেলা উপভোগ করতে। প্রচন্ড রোদকে উপেক্ষা করে তারা এই খেলা উপভোগ করে দর্শকাসনে থেকে। খেলার উদ্বোধন করে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার জানালেন খেলাধুলাই পারে মানুষের মানুষের মেলবন্ধনকে আরো মজবুত করতে তাই এই ক্ষেত ও নদী উৎসবের প্রীতি ফুটবল ম্যাচ আগামী দিনে যে ঐক্য আরো নিবিড় করবে তা নিশ্চিতভাবেই বলা যায়।মানুষদের সঙ্গে পুলিশের তা নির্দ্বিধায় বলা যেতেই পারে । এদিন কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায় বলেন খেলাধুলা হচ্ছে এমনই একটি বিষয় যেখানে সবকিছু ভুলে থাকা যায়।এই খেলাধুলায় পারে সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে মানুষে মানুষে মেল বন্ধন ঘটাতে।বিশিষ্ট সমাজসেবি দধি মোহন দেবশর্মা বলেন সাধারণ মানুষের সাথে যাতে পুলিশের সম্পর্ক আরো ভালো হয় সে ব্যাপারে পুলিশকে আরো দায়িত্বশীল হতে হবে।এদিন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ থানার টাউন বাবু অতনু চক্রবর্ত্তী ।
আরও পড়ুনঃ লঙ্কাপাড়া চা বাগানে,’আপনার বাগানে প্রশাসন’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584