নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পুলিশ প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ বাড়াতে ক্ষেত নদী উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল এক প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা।রাজ্য সরকারের উদ্যোগে গৌড়বঙ্গের তিন জেলা মালদহ ও উত্তর ও দক্ষিন দিনাজপুর জেলায় এই উৎসবের সূচনা করা হয়েছে।
বুধবার মালদহ জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বৃন্দাবনি ময়দানে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, জেলা পুলিশসুপার অর্নব ঘোষ,জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল, বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সহ বিশিষ্ট ব্যাক্তিরা।মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় সাধারণ মানুষের সঙ্গে পুলিশের জনসংযোগ বৃদ্ধি করতে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছেন। তার মধ্যে গৌড়বঙ্গের তিন জেলার জন্য সূচনা করলেন ক্ষেত নদী উৎসব।তিন জেলার প্রতিটি থানায় এই উৎসবের মধ্যে নানান অনুষ্ঠান ও প্রতিযোগিতা করে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের জন সংযোগ বাড়ানো হবে।
এদিন মালদহ জেলা পুলিশের পক্ষ থেকে বৃন্দাবনি ময়দানে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ বলেন। রাজ্য সরকারের এটি একটি ইতিবাচক উদ্যোগ।জেলার প্রতিটি থানায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে জন সংযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আগামী এক মাস ধরে বিভিন্ন আনুষ্ঠানের মধ্যে দিয়ে চলবে এই উৎসব।
আরও পড়ুনঃ ভারতীয় জনতা কিষান মোর্চার ডেপুটেশন পশ্চিম মেদিনীপুর জেলাশাসকে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584