মোহনবাগানকে শুভেচ্ছা ফিফার

0
55

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

মোহনবাগান দিবসে ডাবল বোনাস সমর্থকদের জন্য একদিকে যখন নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে ওঠে এশিয়ার সবচেয়ে পুরোনো ক্লাবের নাম। সেখানে ভেসে ওঠে ব্রিটিশদের হারিয়ে ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ের কথা। তার কিছুক্ষণ পরেই টুইট করে শুভেচ্ছা জানাল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

FIFA | newsfront.co

নিজেদের টুইটার হ্যান্ডলে ফিফা লিখল, ‘যখন নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের বিলবোর্ডে শোভা পায় কোনও ক্লাবের আকাশ ছোঁয়া মর্যাদা, কোনও ক্লাবের নাম সম্মানের সঙ্গে জ্বলজ্বল করে, তখন বুঝতে হবে সেটা কেবলমাত্র একটা ক্লাব নয় বরং তার থেকেও বড় কিছু।

মোহনবাগান দিবসের অনেক শুভেচ্ছা। এভাবেই বেড়ে চলুক ওরা। মোহনবাগান এই গ্রহের অন্যতম একটি বড় নাম যেখানে আবেগ দিয়ে সমর্থকরা ক্লাবকে সমর্থন করে থাকেন।’

আরও পড়ুনঃ লকডাউন তাতে কি মোহনবাগানকে কবে কে থামাতে পেরেছে!

মোহনবাগান অর্থ সচিব দেবাশিস দত্ত জানান নিজের প্রতিক্রিয়াতে জানান, ‘ এটা কোনো নতুন ঘটনা নয় যখন ফিফা কর্তা ব্লাটার কলকাতাতে আসেন তখন তিনি বলেছিলেন মোহনবাগান ক্লাবের বয়স ফিফার থেকেও বেশি। এমন সম্মান সত্যি গর্বিত করে। ‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here