করোনা পরিস্থিতিতে ফুটবলের নিয়ম বদল ফিফার

0
82

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনা আবহে বদলাচ্ছে অনেক কিছুই। বাড়ি বসেই হচ্ছে নানান কাজ। ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্থ হচ্ছেন দেশের বহু কর্মচারী। এবার এই করোনার জেরে সাময়িকভাবে বদলে গেল ফুটবলের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম।

FIFA | newsfront.co
চিত্র সৌজন্যঃ ফিফা ওয়েবসাইট

ফুটবলারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এহেন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফিফার অনুরোধ মেনে এই সিদ্ধান্তে সায় দিয়েছে আইএফএবি। শুক্রবার ফিফার তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে পরিবর্তিত নিয়মাবলি জানিয়ে দেওয়া হয়, যা কার্যকরী হচ্ছে অতি সত্ত্বর।

প্রথমত, লকডাউন পরবর্তী সময়ে ফুটবল পুনরায় শুরু হওয়ার পর ৫ জন ফুটবলারকে পরিবর্ত হিসেবে ব্যবহার করা যাবে। এতদিন ম্যাচের মাঝে ৩ জন ফুটবলারকে পরিবর্ত হিসেবে মাঠে নামানো যেত। যদিও ম্যাচ চলাকালীন ৩ জনকে বদলি হিসেবে মাঠে নামানো যাবে এখনও। বাকি ২ জনকে বদল করা যাবে হাফ-টাইমে।

আরও পড়ুনঃ ‘সুপার স্প্রেডার’ অত্যাবশকীয় পণ্য সরবরাহকারীরা

লকডাউনের পর যেসব টুর্নামেন্টগুলি স্থগিত রয়েছে যে টুর্নামেন্টগুলি পুনরায় শুরু হবে তারা এই নিয়ম ব্যবহার করতে পারবে। আবার তাঁরা যদি চায় এই নিয়ম অর্থাৎ VAR নাও ব্যবহার করতে পারে। এক্ষেত্রে কোনো বাধ্য বাধকতা নেই। যে টুর্নামেন্টগুলি নতুন করে শুরু হবে সেক্ষেত্রেও আয়োজকরা চাইলে এই নিয়ম ব্যবহার করতে পারবেন। তবে ৩১ডিসেম্বরের মধ্যে টুর্নামেন্টগুলি শেষ করা আবশ্যক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here