নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
জম্মু ও কাশ্মীরের সোপোরে জঙ্গীদের গ্রেনেড হামলায় আহত হলেন ১৫ জন নাগরিক। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বারমুল্লা জেলার সোপোরের একটি বাস স্ট্যান্ডে। এর মধ্যে কাশ্মীর সফরে একটি ইউরোপীয় সাংসদ দলের আসার কথা। তার একদিন আগেই সোপোরে এই ভয়াবহ হামলা হয়েছে।।
এর আগে ২৬ অক্টোবর শ্রীনগরের কারান্নগর এলাকায় এরকম একটি হামলাতে প্রাণ হারান ৬ জন নিরাপত্তাকর্মী। ৫ অগষ্ট ৩৭০ ধারা প্রত্যাহার ঘোষণার পর থেকেই সেখানে হাই অ্যালার্ট জারি হয়েছে। ৩১ অক্টোবর জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখ এবং জম্মু ও কাশ্মীর করা হবে আনুষ্ঠানিকভাবে, এই মধ্যবর্তী সময়ে জঙ্গি হানার আশঙ্কা করছিলেন নিরাপত্তাকর্মীরা।
#Terrorists lobbed a #grenade on #civilians at #BusStand #Sopore. 6 #civilians sustained #injuries. Information is preliminary in nature. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) October 28, 2019
জাতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এর আগেও একটি চেকোপোস্টে গাড়ি পরীক্ষা করার সময়, নিরাপত্তারক্ষীদের উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। চলতি মাসের গোড়ার দিকে, শ্রীনগরের একটি ব্যস্ত বাজারে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা, তাতে অন্তত ৭ জন আহত হন।
#UPDATE Kashmir Zone Police: Terrorists lobbed a grenade on civilians at bus stand in Sopore. Six civilians sustained injuries. Information is preliminary in nature. https://t.co/XMFrLYJVsE
— ANI (@ANI) October 28, 2019
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা একটি রিপোর্টে জানা গিয়েছে, ২০১৮-এ জম্মু ও কাশ্মীরে ঢোকার জন্য ৩২৮ বার চেষ্টা চালিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি, তারমধ্যে ১৪৩টি সফল পদক্ষেপ। গত বছর জম্মু ও কাশ্মীরে মৃত্যু হয়েছে ২৫৭ জন জঙ্গি এবং ৯১জন নিরাপত্তাকর্মীর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584