নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিমবঙ্গ সরকারের রূপকলা কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় দু’দিনের ১৫ তম আন্তর্জাতিক সামাজিক চলচ্চিত্র সম্মেলনের সূচনা হল শুক্রবার বিকেলে।

পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দফতরের ক্যাম্পাসে অবস্থিত মাল্টিপারপাস বিল্ডিং এর সভাকক্ষে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা শাসক ডাঃ রশ্মি কমল।
সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক অন্যন্যা মজুমদার।


আরও পড়ুনঃ শীঘ্রই মুক্তি পাবে নতুন রূপে সজ্জিত রবি ঠাকুরের ‘বাউল’
সঙ্গীত পরিবেশন করেন স্বাগত মাইতি। উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়, মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, ভিএসএন এর প্রধান শিক্ষিকা চন্দা মজুমদার, চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ সাঁতরা, পার্থসারথি সাম, সৌমেন্দু দে, নিসর্গ নির্যাস মাহাতো, সুমন্ত সাহা, অভিনন্দন মুখোপাধ্যায়, ছিলেন ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল, মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল, রয়েল অ্যাকাডেমির শিক্ষক-শিক্ষিকা প্রতিনিধি-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এই জমায়েতে যোগ দিয়েছিল শহর ও শহরতলীর বিভিন্ন স্কুল কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী। প্রথম দিন রবীন্দ্রনাথ ঠাকুরের উপর নির্মিত একটি ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রঞ্জন দাস, সহযোগিতা করেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া ও শিক্ষিকা সুতপা বসু। জেলা শাসক চলচ্চিত্রকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে চলচ্চিত্রের গুরত্বের কথা উপস্থিত ছাত্রছাত্রী ও অতিথিদের সম্মুখে তুলে ধরেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584