হাততালি-ফুলে করোনা জয়ী নার্স কন্যাকে অভ্যর্থনা নলডাঙ্গায়

0
180

মোহনা বিশ্বাস, হুগলিঃ

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আক্রান্ত রোগীর সেবা শুশ্রুষা করতে গিয়ে সংক্রমিত হচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও। সেরকমই কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা করে সুস্থ করে তুলছিলেন কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ-এর নার্স সঞ্চিতা সমাজপতি ও তাঁর সহকর্মীরা। ২৬ এপ্রিল রাতে জ্বর আসে সঞ্চিতার। এরপর সঞ্চিতার এক সহকর্মীর করোনা উপসর্গ দেখা দেয়। তারপরই তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

thanks giving | newsfront.co
বরণ। নিজস্ব চিত্র

করোনা আক্রান্ত হওয়ার পর ২৭ এপ্রিল তাঁকে এবং সঞ্চিতা সহ তাঁর সংস্পর্শে যে সকল নার্স এসেছিলেন তাঁদের সকলকে বেহালার জোকা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে টেস্ট করার পর জানা যায় যে, সঞ্চিতার শরীরেও কোভিড-১৯ বাসা বেঁধেছে। সঞ্চিতা সহ ১৫ জন নার্সের রিপোর্টই করোনা পজিটিভ আসে। পজিটিভ রিপোর্ট আসার পর তাঁদের করোনা হাসপাতাল রাজারহাটের সিএনসিআই সেকেন্ড ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয় তাঁদের।

welcome | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আগে পরীক্ষা তারপর বাসে ওঠা, ভিড় এড়াতে নয়া পন্থা

আজ, বৃহস্পতিবার তাঁরা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরলেন সঞ্চিতাও। সুস্থ হয়ে গেলেও বাড়িতে ৭দিন হোম কোয়ারেন্টাইনের থাকার পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা। এদিন করোনা জয়ী নার্স সঞ্চিতাকে বরণ করার জন্য ফুলের তোড়া নিয়ে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন হুগলির নলডাঙ্গার পল্লীবাসীরা। গাড়ি থেকে নামতেই হাততালি দিয়ে সঞ্চিতাকে অভিনন্দন জানান তাঁরা।

locals | newsfront.co
স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

প্রতিবেশীদের কাছ থেকে এমন শুভেচ্ছা পেয়ে খুশি সঞ্চিতা সমাজপতি। প্রতিবেশীরা বলেন, পাড়ার মেয়ে সঞ্চিতা করোনা আক্রান্ত হয়েছিল। আজ সে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সে যাতে আরও সুস্থ থাকে এবং এই কঠিন সময়ে মানুষের পাশে থাকতে পারে এই কামনা করেই সঞ্চিতাকে শুভেচ্ছা জানালেন তাঁরা। অন্যদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা নার্স সঞ্চিতা বলেন, করোনাকে ভয় পাওয়ার কিছু নেই। অযথা কেউ আতঙ্কিত হবেন না।

রাজ্য সরকার করোনা হাসপাতাল গুলোতে যে পরিকাঠামো তৈরী করেছে, সেখানে ইতিমধ্যে সঠিক চিকিৎসার কারণে সুস্থ হয়ে উঠেছেন করোনায় আক্রান্ত রোগীরা। তিনি আরও বলেন যে, করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরে তিনি খুশি ঠিকই। তবে অ্যাম্বুলেন্স থেকে নামার পর প্রতিবেশীদের কাছ থেকে যে অভ্যর্থনা তিনি পেয়েছেন সেটা তাঁর সুস্থতার খুশিকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here