বাবু হক,হাওড়াঃ
হাওড়া জেলার পাঁচলা থানার রাণীহাটী গান্ধী ভবনে সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির পঞ্চম সম্মেলন আজকে অনুষ্ঠিত হয়েছে। পতাকা উত্তোলন শহীদ বেদীতে মাল্যদান করা হয়,সম্পাদকীয় প্রতিবেদন পাঠ, ব্লক নেতৃত্বের আলোচনা,জেলা রাজ্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পর্যায়ক্রমে অনুষ্ঠান পরিচালনা করেন সেখ ইউনুস আলী।প্রধান বক্তা ছিলেন সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক মুজিবর রহমান মল্লিক প্রমুখ।
এদিন অনুষ্ঠান হল কানায় কানায় পূর্ণ হয়,জরি শিল্পী শ্রমিক প্রতিনিধি দের উৎসাহ উদ্দীপনা উন্মাদনা ছিল লক্ষণীয়।গঠন মূলক আলোচনায় অংশ গ্রহণ করতে দেখা যায় মহিলা ও পুরুষদের।।২০০৭ সাল থেকে আজ অবধি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন নিবেদন করে এগিয়ে চলেছেন সারা ভারত জরি শিল্পী কল্যাণ সমিতির নেতারা।১৮ দফা দাবি সহ আরো কয়েকটি দাবি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন ভারতের বিভিন্ন রাজ্যে।
কয়েকটি দাবি কেন্দ্রীয় ও কয়েকটি দাবি রাজ্য সরকারের কাছে আবার কয়েকটি দাবি কেন্দ্র ও রাজ্য সরকারের সম্পর্ক যুক্ত।সারা ভারতে দিবারাত্রি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন জরি শিল্পী শ্রমিক কিন্তু বিশ্ব বাজারে বিক্রির চাহিদা থাকলেও এই শিল্পী শ্রমিকদের অবস্থা করুণ পরিণতি দিকে এগিয়ে যাচ্ছে।অবিলম্বে সরকারি সাহায্যের জন্য প্রস্তাব ওঠানো হয় এই অনুষ্ঠানে।
আরও পড়ুনঃ রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয় থেকে ডিলিট পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584