সেমিস্টার পরীক্ষা ব্যবস্থার সাথে তাল মেলাতে অক্ষম বিশ্ববিদ্যালয়

0
102

সুদীপ পাল,বর্ধমানঃ

পঞ্চম সেমিস্টারের পরীক্ষা আর কদিন পরেই শুরু হবে।সেজন্য পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখনো চতুর্থ সেমিস্টার তো দূর কথা তৃতীয় সেমিস্টার এর ফলই প্রকাশ হয়নি। কেন এখনো ফল প্রকাশ হলো না তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও কোন সদুত্তর নেই। পরীক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, এইভাবে দীর্ঘ দিন হয়ে গেল অথচ ফল প্রকাশ হলো না। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

Nazrul university
নজরুল বিশ্ববিদ্যালয়। নিজস্ব চিত্র

অভিভাবকদের একাংশের মতে,আগে পরীক্ষায় কত নম্বর পেয়ে পাস করছে এটা জেনে পড়ুয়ারা পরবর্তী পরীক্ষায় বসত কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তা হয়নি কখনোই। অভিভাবকরা প্রশ্ন তুলছেন, ধরা যাক কোন ছাত্র যদি তৃতীয় সেমিস্টারে অকৃতকার্য হয় তাহলে সেই পরীক্ষায় পাশ করার জন্য পরবর্তী সেমিস্টারে কি নীতি নির্ধারণ হবে এটা সে এখনো জানতে পারছে না। অভিভাবকরা বলছেন, সেমিস্টার সিস্টেমে পড়াশোনা অত্যন্ত বিজ্ঞানসম্মত কিন্তু এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয় কেও এই পদ্ধতির সাথে মানিয়ে নিতে হবে।যখন কোন একটি সেমিস্টারের পরীক্ষা হয়ে যাচ্ছে পরবর্তী সেমিস্টার পরীক্ষা হওয়ার আগে তার ফল প্রকাশ এবং কৃতকার্য বা অকৃতকার্যদের কি নীতি নির্ধারণ হবে তা জানিয়ে দেওয়া উচিত। কাজী নজরুল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সিতাংশু গুহ জানান, খুব শীঘ্রই আগের সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুলিশের ঘুষ চাওয়ার প্রতিবাদে অবরোধ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here