সাত সকালেই নারকেলডাঙ্গার অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০টি ঝুপড়ি

0
48

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আচমকাই সাত সকালের ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই নারকেলডাঙার ছাগলপট্টির ৫০ টি ঝুপড়ি।সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগল নারকেলডাঙার ছাগলপট্টি বস্তিতে। ভস্মীভূত হয়ে যায় প্রায় ৫০টি ঝুপড়ি। ঝলসে যায় ট্রান্সফর্মারও।

Fire incident | newsfront.co
অগ্নিকাণ্ড। নিজস্ব চিত্র

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, এ দিন ভোর ৫ টা নাগাদ আচমকাই সশব্দে একটি ট্রান্সফর্মার ফেটে যায়। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তের মধ্যে তা একের পর এক ঝুপড়ি গ্রাস করতে থাকে। এদিকে ভোর সকালে বিধ্বংসী এই অগ্নিকাণ্ড দেখে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। তারা নিজেরা জল জোগাড় করে ছেটাতে থাকেন।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

যদিও আগুন এতটাই বিধ্বংসী আকার নেয়, যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তারপর দ্রুত ঘটনাস্থলে চলে আসে দমকলের ৫ টি ইঞ্জিন।

অবশেষে সকাল সাড়ে ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রায় ৫০ টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। অসহায় বস্তিবাসীদের সাহায্যের আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here