ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
দীর্ঘ টালবাহানার পর ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার সিদ্ধান্ত নিল মাইক্রোসফট। মাইক্রোসফট উইন্ডোজ যতটাই পপুলারিটি লাভ করেছে ঠিক উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে ইন্টারনেট এক্সপ্লোরারের ক্ষেত্রে। ১৯৯৫ সালে এসেছিল এই ওয়েব ব্রাউজার। অনেকেরই ইন্টারনেটের প্রথম দরজা ছিল এটি।

আরও পড়ুনঃ বাতিল করা হচ্ছে না মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা, জানালেন ব্রাত্য বসু
২০২২ সালের ১৫ জুন বন্ধ হতে চলেছে অ্যাপ্লিকেশনটি।ওয়েব ব্রাউজার বলতে খুবই জনপ্রিয় ছিল মাইক্রোসফটের এই ‘ইন্টারনেট এক্সপ্লোরার’। তবে সময়ের সাথে গতি হারিয়ে ফেলায় সেইসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় গুগল ক্রোম।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বহরমপুরের বিশিষ্ট গণিত শিক্ষক মিজানুর রহমান
উল্লেখ্য, গ্রাহক সংখ্যা কমতে থাকায় ২০১৫ সালে মাইক্রোসফট নিয়ে আসে নতুন একটি ব্রাউজার, নাম ‘মাইক্রোসফট এজ’। মূলত, সেখান থেকেই ইন্টারনেট এক্সপ্লোরারের শেষের পথ শুরু। মাইক্রোসফট এজ’কে এগিয়ে নিয়ে যেতেই এক্সপ্লোরারকে বিদায় জানাতে চলেছে মাইক্রোসফট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584