ওয়েবডেস্কঃ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলন্দশ্বহর কান্ডে মৃত অফিসারের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একটি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন সোমবার। এই পঞ্চাশ লক্ষের মধ্যে চল্লিশ লক্ষ তাঁর স্ত্রী ও বাকি দশ লক্ষ তাঁর বাবা-মাকে দেওয়া হবে বলে জানা গেছে। সঙ্গে পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথাও বলেন যোগী।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে যে ৩০০ থেকে ৫০০ লোকের ভিড় সেদিন পুরো পুলিশ ফোর্সকেই আক্রমণ করে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে। অবৈধ গো হত্যার অভিযোগের গুজবে সোমবার উত্তরপ্রদেশের বুলন্দশ্বহর শহর অগ্নিগর্ভ হয়ে ওঠে। ক্ষিপ্ত মানুষের ভিড় আক্রমণ চালায় পুলিশ লক্ষ করে । তাতেই ইনেসপেক্টর সুবোধ কুমার সিং এর মৃত্যু হয়।
উল্লেখ্য, তিনি আখলাখ হত্যার তদন্তকারী অফিসার ছিলেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584