ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
ভোটের মুখে ফের ধাক্কা মোদি সরকারের।নোট বন্দি নিয়ে সম্প্রতিকালে বেঙ্গালুরুর আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের ‘দ্য সেন্টার ফর সাস্টেইনেবল এমপ্লয়মেন্ট’এর করা ‘স্টেট অব ওয়ার্কিং ইন্ডিয়া-২০১৯’ নামে একটি সমীক্ষা বলছে নোট বন্দির পরে গত দু’বছরে চাকরি হারিয়েছেন ৫০ লাখ পুরুষ।
নোট বন্দি নিয়ে এমনিতেই বারবার দেশের তাবড় অর্থনীতিবিদ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল মোদি সরকারকে বারবার কাঠগড়ায় বসিয়েছে।
এরমধ্যে আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার করা একটি সমীক্ষা সামনে আসে যেখানে রিজার্ভ ব্যাংক বলছে নোট বন্দিতে উল্লেখযোগ্য পরিমাণ কালো টাকা উদ্ধার হয়নি বরং মাথা পিছু বিপুল অংকের ক্যাশ টাকা নোট বন্দিতে বেনামি ব্যাংক একাউন্টের মাধ্যমে ব্যাংকে জমা পড়ে গেছে।
আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপক আনন্দ শ্রীবাস্তব,রোসা আব্রাহাম এবং অমিত ভোঁসলের করা সমীক্ষায় দাবি করা হচ্ছে,”সাধারণ ভাবে পুরুষদের চেয়ে মহিলারা বেশি ভুক্তভোগী।মহিলাদের মধ্যে বেকারত্বের সংখ্যা যেমন বেশি,তেমনই চাকরিতে অংশগ্রহণের হারও কম।”
আরও পড়ুনঃ মেরে হাত পা ভেঙে দেওয়ার নিদান,বাকি বুঝে নেওয়ার আশ্বাস রাজনগরে সভায় অনুব্রত
মঙ্গলবার প্রকাশিত এই রিপোর্ট সামনে আসতেই বিরোধীরা রাজনৈতিক প্রচারে মোদি সরকার তথা বিজেপিকে আক্রমণ করার নতুন হাতিয়ার পেল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584