নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিশ্বের প্রত্যেকটি মানুষের এখন একটাই শত্রু। করোনা ভাইরাস। বিশ্বের অন্যিন্য দেশের মতো আমাদের দেশেও ক্রমশ বাড়ছে এই মারণ ভাইরাসের সংক্রমণ। চারিদিকে একটা চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছে। করোনা মোকাবিলায় মরিয়া সরকার। এরই মধ্যে মধ্যপ্রদেশের একটি খনি থেকে উদ্ধার হল সাম্প্রতিককালের বিশ্বের সবচেয়ে বড় হীরে। ওজন ১০.৬৯ ক্যারেট। হীরেটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের পান্না জেলার রানীপুর এলাকার একটি খনি থেকে উদ্ধার হয় প্রায় ১১ ক্যারেটের বেশ বড়মাপের বহুমূল্যের ওই হীরেটি। বর্তমানে ওই খনির লিজ নিয়েছেন আনন্দীলাল কুশওয়া নামের এক ব্যক্তি।
আরও পড়ুনঃ তথ্যপ্রযুক্তি শিল্পে যুক্ত কর্মীদের ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি
ইতিমধ্যেই ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি হীরেটি জমা দিয়ে দিয়েছেন বলে জানান স্থানীয় হীরা কার্যালয়ের আধিকারিক আর কে পাণ্ডে। এবার ওই হীরেটিকে নিলামে তোলা হবে। তারপর সরকারি কর ও রয়্যালটি বাদ দিয়ে অর্থ তুলে দেওয়া হবে আনন্দীলালের হাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584