শ্যামল রায়,পূর্বস্থলীঃ
পূর্বস্থলী এক নম্বর ব্লকের অধীন বিদ্যানগরে রথ উপলক্ষে পঞ্চানন ও বিপত্তারিণী মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা কে ছাপান্ন রকমের ভোগ দেওয়া হলো।
দীর্ঘ সাত দিন জগন্নাথ বলদেব সুভদ্রা মাসির বাড়িতে যাপনকালে আট দিন ধরেই চলছে নানা রকমের অনুষ্ঠান। বিদ্যানগর যুব সংঘের পরিচালনায় বিদ্যানগর কালিতলা বাজার কমিটির উদ্যোগে সমস্ত ব্যবস্থাপনায় মহিলাদের দ্বারা পরিচালিত রথকে কেন্দ্র করে শনিবার ভক্তদের ভিড় উপচে পড়ছিল। মহিলাদের পরিচালিত এই রথের মূল উদ্যোক্তা ছিলেন মনীষা বিশ্বাস। মনীষা বিশ্বাস জানিয়েছেন যে গত সাত দিন ধরেই এই মন্দিরে কীর্তন কবিগান হরিনাম সংকীর্তন রামায়ণ গানসহ নানান ধরনের অনুষ্ঠান চলছে। প্রতিদিন স্থানীয় বিশিষ্টদের সহযোগিতায় এলাকার বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণ চলছে।
কয়েক হাজার স্থানীয় বাসিন্দারা এই প্রসাদ গ্রহণ করেছেন গত সাত দিন যাবৎ।অন্য এক রথ যাত্রার প্রধান উদ্যোক্তা স্থানীয় গয়ারাম দাস বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক বিভাস বিশ্বাস জানিয়েছেন যে আগামীকাল এই রথ চলে যাবে তা নিজের বাড়িতে বিদ্যানগর বাজারে।
সাতদিন আগে এই রথের সূচনা করেছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ।গত দু’দিন আগেও মাননীয় স্বপন দেবনাথ এই মন্দিরে এসে সমস্ত ধরনের তদারকি করেছেন এবং উৎসবের প্রয়োজনীয়তা সম্পর্কে স্থানীয় মানুষদের সাথে কথা বলে সহযোগিতা করেছেন।
শনিবার মন্দিরে হাজার হাজার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন এবং সংকীর্তনে মেতে ওঠেন।
জগন্নাথ বলরাম সুভদ্রাকে ছাপান্ন রকমের ভোগ দেওয়াকে কেন্দ্র করে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে।
এদিন উপস্থিত অর্চনা বিশ্বাস অঞ্জনা দাস বিশ্বজিৎ বিশ্বাস চায়না দাস অঞ্জলি দাস প্রমুখ জানিয়েছেন যে আমাদের গ্রামীণ এলাকায় রথযাত্রাকে কেন্দ্র করে যে ধরনের ভিড় এবং আনন্দ আমরা পেয়েছি এর কোন ব্যাখ্যা হয় না।
তবে মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা বাড়িতে চলে যাবে আমাদের নিজেদেরই মন খারাপ লাগছে।
রবিবার উল্টোরথ এই রথকে কেন্দ্র করে হাজার হাজার স্থানীয় মানুষ রথের দড়ি টানবেন এবং মনের আশা পূরণ হবে বলে আমাদের বিশ্বাস। শনিবার ছাপান্ন ভোগের প্রসাদ হিসাবে কয়েক শ’ মানুষ প্রসাদ পান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584