শচীন সূত্রধর, পুরুলিয়াঃ
রাজ্য সরকারের অনুপ্রেরণায় করোনা মহামারী পরিস্থিতিতে রাজ্য জুড়ে চলছে দুর্গা পুজাে কমিটি গুলিকে অনুদান দেওয়ার কাজ। প্রথমে বাঘমুন্ডি থানার ৯টি পুজাে কমিটিকে সেই অনুদান দেওয়া হয়েছিল।

শনিবার বাঘমুন্ডি থানা আবার ৩৩ টি সার্বজনীন দুর্গাপুজাে কমিটির হাতে তুলে দিলো ৫০ হাজার টাকা করে চেক। বাঘমুন্ডি থানার পক্ষ থেকে বাঘমুন্ডি এলাকায় এনিয়ে মোট ৪২টি দুর্গা পুজাে কমিটির হাতে তুলে দেওয়া হল ৫০ হাজার টাকা করে চেক।

আরও পড়ুনঃ কুশমুড়ির দেব পরিবারে জৌলুস কমলেও মাতৃ আরাধনায় অটুট ঐতিহ্য
এদিনের বাঘমুন্ডি থানাতে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.ডি.পি.ও সুমন্ত কবিরাজ, সি.আই পার্থ কুমার সিংহ, পুরুলিয়া জেলার বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মাহাতো, বাঘমুন্ডি ব্লকের বিশিষ্ট সমাজসেবী কাশীনাথ মাঝি, পুরুলিয়া জেলা পরিষদের বিদ্যুৎ, ক্ষুদ্র শিল্প ও অচিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া, জেলা পরিষদের সদস্য সুবোধ কুমার সহ বিশিষ্টজনেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584