পাকিস্তানে বরফের ধস, পুরু তুষার চাদরে নিহত-নিঁখোজ একাধিক প্রাণ

0
73

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

Jammu and Kashmir | newsfront.co
বরফের চাদরে ঢেকে রয়েছে আজাদ জম্মু-কাশ্মীর। ছবিঃ রয়টার্স

গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হিমবাহ ধ্বস নামছে বলে জানা গেছে। রয়টার্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার একজন পাকিস্তানী কর্মকর্তা জানিয়েছেন ঘটনায় ৫৯ জন মারা গেছে এবং বেশ কিছু সংখ্যক মানুষ এখনও নিখোঁজ।

Jammu and Kashmir | newsfront.co
ধস নেমেছে বাড়ির ছাদেও। ছবিঃ রয়টার্স

পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উত্তরে বরফের ধস নামায় দশ জন মারা যাওয়ার কথা জানা গেছে। দুজন সরকারি কর্মকর্তা বলেছেন, ধস নামায় গ্রামবাসীদের জীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হচ্ছে। মৃতদেহ অন্বেষণের ভয়ে অনেকেই আতঙ্কে রয়েছেন। নিলম উপত্যকায় ভারি বর্ষণের ফলে সহজেই ধস নেমেছে পাহাড়ে এবং একাধিক ব্যক্তির নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে।

Jammu and Kashmir | newsfront.co
বেলচা দিয়ে বরফ সরানোর কাজ চলছে। ছবিঃ রয়টার্স

আরও পড়ুনঃ আসন্ন নির্বাচনে ৭০ প্রার্থীর নাম ঘোষণা আপের, আশাবাদী কেজরিবাল

জানা গেছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের আজাদ জম্মু কাশ্মীর এলাকায় ন্যূনতম ৫৩ টি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, আজাদ জম্মু কাশ্মীরে আপতকালীন সাহায্যের জন্য তিনি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফেডারাল মন্ত্রী এবং সেনা কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। সত্ত্বর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here