দফতর দখলকে কেন্দ্র করে বিজেপি-মোদী মিশন কর্মীদের হাতাহাতি

0
81

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

শিলিগুড়ির গেট বাজারে মোদী মিশন দপ্তর দখলকে কেন্দ্র করে দপ্তরের কর্মী ও স্থানীয়র বিজেপির ৬ নম্বর মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মা ও তাঁর অনুগামীদের হাতাহাতির ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।এই ঘটনায় আহত হন স্থানীয় বিজেপি নেতা বিমল বিশ্বশর্মা।

Collision between bjp and modi mission workers
দখলের হাতাহাতিতে আক্রান্ত।নিজস্ব চিত্র

অভিযোগ,দলে সেইভাবে পাত্তা না পাওয়ায় শিলিগুড়ির গেটবাজার এলাকায় মোদী মিশনের দপ্তর চালাতেন স্থানীয় বিজেপি নেতা পরিমল মিত্র ও তাঁর অনুগামীরা।এরপর বেশ কয়েকদিন আগে সেই দপ্তরের দখল নেন বিজেপির ৬ নম্বর মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মা ও তাঁর অনুগামীরা।এই নিয়েই দু’তরফের মধ্যে শুরু হয় গন্ডগোল।এরপর শুরু হয় হাতাহাতি।উভয়পক্ষের গন্ডগোলের জেরে আহত হন কাজলবাবুর ভাই বিমল বিশ্বশর্মা।এমনকি যুব-মোর্চার স্থানীয় সম্পাদককেও মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ দার্জিলিঙে বিজেপি প্রার্থী নীরজ জিম্বার গাড়িতে হামলা

এই বিষয়ে কাজল বিশ্বশর্মা বলেন,আমাদের কর্মীদের রাতে মারধর করা হয়েছে। দলকে সব কথা জানিয়েছি। যারা এইসব ঘটিয়েছে তারা দলের কেউ নয়।অপরদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন মোদী মিশনের কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here