মুখোমুখি মিছিলে ধুন্ধুমার বিজেপি- তৃণমূল

0
90

হরষিত সিংহ,মালদহঃ

দুই শিবিরের মিছিল মুখোমুখি হয়ে তৃণমূল ও বিজেপির কর্মীরা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়াল। শনিবার দুপুরে আসাম ইস্যুতে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ মিছিল বার করে। বিজেপির মিছিল গোটা শহর পরিক্রমা করে পোষ্ট অফিস মোড়ে শেষ হয়।সেই সময় নেতাজি মোড় থেকে তৃণমূল কংগ্রেসের শুরু হয়ে পোষ্ট অফিস মোড়ে পৌঁছায়। সেখানেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সময় ধাক্কাধাক্কি শুরু হয়। উপস্থিত পুলিশ কর্তা ও দুই পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ আসাম ইস্যুতে বর্তমানে তোলপাড় গোটা দেশ।এরই মধ্যে বৃহস্পতিবার আসামে যায় তৃণমূলের জনপ্রতিনিধিদের এক প্রতিনিধি দল। কিন্তু আসাম প্রশাসন তাদের বিমান বন্দরেই আটকে দেয়। ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য সহ মালদা জেলা জুড়ে কালাদিবস পালন করছে তৃনমূল কংগ্রেস। শুক্রবার মালদা জেলা তৃণমূলের পক্ষ থেকে শহরের নেতাজি মোড় থেকে এক প্রতিবাদ মিছিল বার করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি দুলাল সরকার সহ একাধিক নেতৃত্ব। অপর দিকে রাজ্য সরকারের বিরোধীতা করে এনআরসি চালুর দাবীতে প্রতিবাদ মিছিল করে মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। শহরের দুই প্রান্ত থেকে শুরু হয় মিছিল দুটি। মিছিল শেষে পোষ্ট আফিস মোড়ে জমায়েত হন বিজেপির কর্মীরা। সেই সময় পোষ্ট আফিস মোড়ে পৌঁছায় তৃণমূলের মিছিলটি। দুই বিরোধী মিছিল মুখোমুখি পড়লে শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। সেই সময় দুই পক্ষের কিছু কর্মী ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে।

চলছে ধুন্ধুমার। ছবিঃঅভিষেক দাস

উপস্থিত পুলিশ আধিকারীক ও দুই দলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, আমাদের কর্মসূচি চলাকালীন তৃণমূলের কর্মীরা গন্ডগোল পাকানোর চেষ্টা করে। আমাদের কর্মীরা প্রতিবাদ জানায়। পরে বেগতিক দেখে পালিয়ে যায় তারা। তেমন কিছু হয়নি। আমরা পরিস্থিতি স্বাভাবিক করি। পাল্টা অভিযোগ করে জেলা তৃণমূলের সভাপতি দুলাল সরকার বলেন, আমাদের মিছিল চলাকালীন বিজেপির কর্মীরা আমাদের কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদের কর্মীরা এর প্রতিবাদ জানায়। তবে আমাদের নেতৃত্বরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here