বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমন ও তার গাড়ি ভাঙ্গচুর করা হয়।অভিযোগ যে তৃনমূল সাংসদ দিব্যেন্দু আধিকারীর নেতৃত্বে এই হামলা চালানো হয়।এই ঘটনার প্রতিবাদে এদিন শিলিগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচী নেওয়া হয়।
এরপর বিজেপি কর্মী এবং সমর্থকেরা হিলকার্ট রোডের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল করে হাসমিচক অবরোধ করেন এবং সেই অবরোধ তুলতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।এর ফলে পুরো যান চলাচল স্তব্ধ হয়ে যায় হিলকার্ট রোডে।এরপর বেশ কিছু বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে পুলিশ অবরোধকারীদের তুলে দেন।অপরদিকে এই ঘটনার প্রতিবাদে ডাবগ্রাম মন্ডল বিজেপির পক্ষ থেকে শিলিগুড়ির ইষ্টার্ন বাইপাসের আশিঘড় মোড় অবরোধ করেন বিজেপি কর্মী ও সমর্থকেরা এবং সাথে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দেন।এই বিষয়ে দার্জিলিং জেলা বিজেপির সভাপতি অভিজিৎ রায় চৌধুরী বলেন যে আমাদের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে সারা রাজ্যে জুড়ে এই প্রতিবাদ মিছিল।এখানে বিভিন্ন ভাবে আমাদের কার্যকর্তাদের হেনস্থা করা হল।মহিলার কার্যকর্তাদেরও হেনস্থা করা হলা।তাদের মাথায় ও পেটে আঘাত লেগেছে তাদের নিয়ে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে জাল আধার কার্ড কারবারে গ্রেফতার এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584