নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
মদের দোকান ভাঙচুরকে কেন্দ্র করে রণক্ষেত্র দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এ.কে গোপালন কলোনী এলাকা।মঙ্গলবার দুপুরে বালুরঘাটের এ.কে গোপালন কলোনী এলাকার স্থানীয় বাসিন্দারা স্থানীয় সরকারী লাইসেন্সপ্রাপ্ত একটি দোকানে ভাঙচুর চালায়।এলাকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তাদের ছেলে মেয়েরা বড় হচ্ছে,এই এলাকায় মদের দোকানে মদ বিক্রি হলে তাদের ছেলে মেয়েদের জীবনে তার প্রভাব পড়বে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঐ মদ ব্যবসায়ী নিজেকে সাংসদের বডিগার্ড বলে এলাকার লোকজনদের ভয় দেখাত এবং স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্য করে বলত এটা কলোনী এটা নোংরা পরিবেশ এখানে মদ বিক্রি হবে।প্রায় দুই মাস ধরে এই এ.কে.গোপালন কলোনী এলাকার এই দোকান থেকে মদ বিক্রি চললেও মঙ্গলবার দুপুরে এই এলাকার উত্তেজিত স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ভাঙচুর চালায় মদের দোকানটি। গন্ডগোলের খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের সাথে পুলিশের খন্ডযুদ্ধ বেঁধে যায়।উত্তেজিত জনতা পুলিশের গাড়ীতে ভাঙচুর চালায় এবং পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ে।এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশও পাল্টা ইঁট ছোঁড়ে এবং লাঠিচার্জ করে।এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে পুলিশ এবং জনতার মধ্যে হাতাহাতি চলে বেশ কিছুক্ষন। ঘটনায় বালুরঘাট থানার আই.সি সহ দুপক্ষেরই বেশ কয়েকজন কমবেশি আহত হয়।স্থানীয় মহিলা পাপিয়া সরকারের অভিযোগ পুলিশ মহিলাদের উপরেও লাঠিচার্জ করেছে।অপরদিকে মদ ব্যবসায়ীর পক্ষে শ্যামল সরকার জানিয়েছেন দোকানে তার প্রায় ১০ লক্ষ টাকার মদ ভাঙচুর করেছে উত্তেজিত জনতা এবং নগদ প্রায় ২-৩ লক্ষ টাকা ছিনতাই হয়েছে।সর্বশেষ খবর এই মুহূর্তে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে এবং পুলিশি টহল চলছে।
আরও পড়ুনঃ নিখোঁজ থাকা কিশোরীর মৃতদেহ নদীতে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584