পিয়ালী দাস, বীরভূমঃ
বামফ্রন্টের ডাকে জেল ভরো আন্দোলনে ধুন্ধুমার সিউড়িতে, পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি,ভেঙে ফেলা হলো ব্যারিকেড।
তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বামপন্থীদের বিভিন্ন সময় মিথ্যা অভিযোগে জেলে ঢোকাচ্ছে, বামপন্থীদের উপর অকারণে অত্যাচার করছে,মহিলাদের ওপর অত্যাচারে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার।এছাড়াও সমকাজে সমবেতন চালু করতে হবে, শ্রমিকদের ন্যূনতম ১৮ হাজার টাকা মাইনে ও পেনশন চালু করতে হবে,এছাড়াও আরো বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজ্য জুড়ে জেলায় জেলায় জেল ভরো ও আইন অমান্য আন্দোলন করল বামফ্রন্ট।
সিউড়ি চাঁদমারি ময়দান থেকে সমবেত হয়ে প্রায় হাজার পাঁচেক বামফ্রন্ট কর্মী-সমর্থক মিছিল করে প্রশাসন ভবনে আসে এবং আইন অমান্য আন্দোলন করে,পুলিশ এই আন্দোলনে বাধা দিলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি হয় বাম সমর্থকদের ।ভেঙে ফেলা হয় পুলিশের ব্যারিকেড। এরপরই একটু শান্ত হয়ে অবস্থান বিক্ষোভে বসে বামেরা।কিছুক্ষণ পর ফের শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি ,মারমুখি হয়ে ওঠে পুলিশ ও বাম এরা দুপক্ষই। পুলিশের পক্ষে বাম সমর্থকদের আর আটকানো সম্ভব হচ্ছিল না।আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে সিউড়ি থানার পুলিশ সমস্ত বাম কর্মীদের গ্রেফতার করে গ্রেফতারের কিছুক্ষণ পরেই অবশ্য তাদের নিঃস্বার্থ জামিন দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584