বিজেপি-র নতুন নেতৃত্বের তালিকার জেরে গোষ্ঠী কোন্দল কোচবিহারে

0
29

মনিরুল হক, কোচবিহারঃ

মণ্ডল কমিটির নাম প্রকাশ্যে আসতে বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে কোচবিহারে। বিক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে থাকা দলের বিভিন্ন পোস্টার, ফ্লেক্স, ব্যানার, খুলে ফেলে দলীয় কার্যালয় বন্ধ করে দিয়েছে। দিনহাটার বামনহাট সহ বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ দেখিয়ে তালা বন্ধ করে দেয় কর্মীরা।

fight within the bjp party at cooch behar
নিজস্ব চিত্র

জানা গেছে, জেলার মোট ২৬টি শাখা কার্যালয় বন্ধ করে দেয় বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।
আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তেড়েফুড়ে নামতে রাজ্য জুড়ে নতুন টিম তৈরি করছে বিজেপি। সেই লক্ষ্যে দলের সর্বস্তরে পরিবর্তন আনতে চাইছে তাঁরা। কোচবিহারেও ভারতীয় জনতা পার্টির চল্লিশটি মণ্ডল কমিটির মধ্য ৩৮টি মণ্ডল কমিটির নতুন নেতৃত্বের তালিকা ঘোষণা করা হয়। মঙ্গলবার দলের কোচবিহার জেলা কার্যালয়ে রীতিমত সাংবাদিক সম্মেলন করে দলের কোচবিহার জেলা সভানেত্রীতে মালতী রাভার উপস্থিতিতে এই কমিটি গুলির নামের তালিকা ঘোষণা করেন দলের নেতা দীপেন প্রামাণিক। আর এই ঘোষণার পড়ে প্রকট হয়ে উঠে দলের গোষ্ঠীদ্বন্দ্ব।

জেলার বিভিন্ন স্থানে এই নামের তালিকা প্রকাশের পর থেকে বিজেপি কর্মীদের মধ্য শুরু হয় গোলমাল। এমনকি জেলার বিভিন্ন এলাকায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা দলের দলীয় কার্যালয় বন্ধ করে দেয়।
এবিষয়ে বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা বলেন, দলের কোথাও গোষ্ঠী দ্বন্দ্ব নেই, দল বড় হয়েছে অনেকই পদ চাইতে পারে কিন্তু সকলকে পদ দেওয়া যায় না। অনেকক্ষেত্রেই নতুনরা সংবিধান ও দলীয় পরিকাঠামো সম্বন্ধে অবগত নয় তাই কোথাও কোথাও সামান্য ক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটেছে। কিন্তু কোনো ভাবে সাংগঠনিক স্তরে দলীয় সিধান্ত পরিবর্তন করা হবে না।

গত লোকসভা নির্বাচনে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে ভালো ফল করে বিজেপি। এরপরে দলে দলে বহু মানুষ যোগ দেন বিজেপিতে। দলের এই বৃদ্ধি অনেকটা মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলীয় নেতৃত্বের কাছে। দলের অভ্যন্তরে নেতা কর্মীদের পদের বা ক্ষমতার দাবিদার বেড়েছে অনেক গুন। তারই বহিঃ প্রকাশ দেখা গেল ওদিন। গোষ্ঠী কোন্দলের কারণে এখন পর্যন্ত দুটি মণ্ডল কমিটি নেতৃত্বের নামেই ঘোষণা করতে পারেনি দল। ওই দুটির মধ্য রয়েছে কোচবিহার শহর, দিনহাটার ২৫ নং জেলা পরিষদ এলাকা। তারপরে গতকাল রাত থেকে বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয়েছে বিক্ষোভ ও মনমালিন্য। তার জেরেই জেলার বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি দলীয় কার্যালয় বন্ধ করে তালা লাগিয়ে দেন ওই বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here