নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ছেলে জন্মান্ধ। ৯০ বছরের অশ্বিনী দাস আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কের পাশে বসে ঝাড়ু বিক্রি করেন। সেই আয় দিয়েই কোনও ভাবে সংসার চলে। অশ্বিনী বাবু শামুকতলা থানার তুরতুরি গ্রাম পঞ্চায়েতের নুরপুর বনবস্তি এলাকার বাসিন্দা। তাঁর দুই ছেলের মধ্যে বড় ছেলে জন্মান্ধ, ছোট ছেলে দিন হাজিরার কাজ করে। কোনও দিন কাজ জোটে, কোনও দিন জোটে না। সংসারে সদস্য সংখ্যা ছয়।
অশ্বিনী দাসের থেকে জানা গিয়েছে, ৭-১০ দিন পর পর ডুয়ার্সের ৩১ নং জাতীয় সড়কের মহাকাল চৌপথী এলাকায় বসে তিনি ঝাড়ু বিক্রি করেন। ঝাড়ু প্রতি ১০ টাকা করে ২০-২৫ টি ঝাড়ু বিক্রি হয় ৭-১০ দিনের মধ্যে, তাই দিয়েই কোনও ভাবে সংসার চলে।
সূত্রের খবর, দারিদ্র সীমার নিচে বাস অশ্বিনী দাসের। সরকারি কোনও সুযোগ-সুবিধাও পাননি। গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা অন্যদের জানিয়েও কোনও কাজ হয়নি। দীর্ঘদিন তিনি সিপিআইএম এর সাথে যুক্ত ছিলেন। কিন্তু এই বয়সে পার্টির থেকে সেভাবে কোনও সাহায্য না পাওয়ায় একাই পরিস্থিতি সামলে উঠছেন অশ্বিনী বাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584