নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গ্রামপঞ্চায়েত প্রধান নির্বাচনকে ঘিরে তৃনমূল কংগ্রেস ও নির্দল সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি।সংঘর্ষে মৃত এক।আহত দুপক্ষের প্রায় দশজন।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পন্ডিতপোঁতা ১ নম্বর গ্রামপঞ্চায়েত অফিসচত্বরে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী।
পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে ইসলামপুর ব্লক প্রশাসন।ইসলামপুর ব্লকের ১ নম্বর পন্ডিতপোঁতা গ্রামপঞ্চায়েতের আজ ছিল বোর্ড গঠনের দিন। এই পঞ্চায়েতে তৃনমূল কংগ্রেস ৬টি আসন ও নির্দলেরা ৫ টি আসনে জয়লাভ করে।নির্দল জয়ী সদস্যরা তৃনমূলে যোগ দিলেও কে প্রধান হবেন এই নিয়ে লাগাতার দ্বন্দ্ব চলছিল। আজ বোর্ড গঠনের দিন প্রধান নির্বাচন নিয়ে তৃনমূল কংগ্রেস ও নির্দল সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।
অভিযোগ একে অপরের বিরুদ্ধে বোমাবাজি ও ইট পাথর ছোঁড়ে।সংঘর্ষে মারা যায় লাল মহম্মদ। আহত হয় দু’পক্ষের কমপক্ষে দশজন। এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে র্যাফসহ বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল থেকে মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।এলাকায় উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584