মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
ছবি- প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো
পরিচালক- সন্দীপ রায়
অভিনয়- ধৃতিমান চট্টোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায় সহ অন্যান্যরা
রেটিং-৬/১০
শুক্রবার বড়োপর্দায় মুক্তি পেল সন্দীপ রায় পরিচালিত নতুন ছবি ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’। সত্যজিৎ রায়-এর সৃষ্টি প্রোফেসর শঙ্কুর ‘নকুড়বাবু ও এল্ ডোরাডো’ গল্পটির অবলম্বনে তৈরী এই ছবি। বাবা সত্যজিৎ রায়-এর সৃষ্টিকে দৃশ্যায়িত করতেই ছেলে সন্দীপ রায়-এর পরিচালনায় মুক্তি পেল প্রোফেসর শঙ্কু। ছবিটিতে প্রোফেসর শঙ্কু-র চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চ্যাটার্জী ও নকুড়চন্দ্র বিশ্বাস-এর চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়। এতদিন যাকে সবাই বইয়ে পড়েছে সেই প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু-কে এবার চোখের সামনে দেখতে পাবেন দর্শকরা।
অবশেষে নকুড়বাবুর দৃষ্টিতেই সোনার তৈরী এল্ ডোরাডো-র খোঁজ পাওয়া গেল। বলের আকার ধরে শূন্যে ভেসে বেড়ানো বিদ্যুৎ যদি কারও খুব কাছাকাছি এসে বিস্ফোরিত হয় তাহলে সেই ‘বল লাইটনিং’-এর ফলে মানুষের মধ্যে এক বিরাট পরিবর্তন ঘটে যেতে পারে। নকুড়বাবু-র সাথে ঘটে যাওয়া ঘটনা থেকেই তার প্রমাণ পাওয়া যায়। ছবিটি এ যুগের হওয়ায় ছবিতে মোবাইলের ব্যবহার দেখা যায়। নকুড়বাবু-র মোবাইলটি ছোট হলেও প্রোফেসর শঙ্কু-র মোবাইলের ধরণটি আলাদা। যেন মনে হচ্ছে ফোনটি ভাসমান। এছাড়াও ছবিতে ইংরেজি ভাষার ব্যবহার বেশি লক্ষ করা যায়। ছবিটির মাধ্যমে গল্পের প্রত্যেকটা চরিত্রকে সুন্দর ও স্পষ্টভাবে তুলে ধরেছেন পরিচালক। আমাজনের নদী জঙ্গলও দৃশ্যায়িত করা হয়েছে এই ছবিতে। ছবিটির বেশিরভাগ দৃশ্যই ব্রাজিলে শ্যুট করা হয়েছে। এই ছবিতে ক্যামেরার কাজও খুব সূক্ষ্ম এবং স্পষ্ট।
আরও পড়ুনঃমমতাকে দেশ বিরোধী কথা বলার অভিযোগ ভারতীর
ছবিতে ব্রাজিল ও বাংলার একটা সুন্দর মেলবন্ধন ঘটিয়েছেন পরিচালক। নকুড়বাবু-র পর প্রোফেসর শঙ্কু-র চোখে সোনার এল ডোরাডো ঠিক কেমন? তা দেখতে পাবেন দর্শকরা। একটা রোমাঞ্চকর নস্টালিজিয়ায় মোড়া এই ছবিটি দেখতে দর্শকের ভিড় নজরকাড়া। আগামীদিনে সন্দীপ রায় পরিচালিত ছবি ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’ সফলতার সাথে এগিয়ে যাবে বলেই আশা করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584