তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে বিহারে, এক ডজন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ আজ

0
77

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিহারে শুরু হয়ে গিয়েছে তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব। আজ, শনিবার ১৯ টি জেলার ৭৮ টি আসনে চলছে নির্বাচন। মোট ১ হাজার ২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। ভোট দেবেন ২ কোটি ৩৪ লক্ষ ভোটার। শেষ দফায় ভাগ্য নির্ধারণ হতে চলেছে বিধানসভার স্পিকার ও নীতিশ কুমার সরকারের মোট ১২ জন মন্ত্রীর।

Bihar assembly election | newsfront.co
ছবিঃ আইএএনএস

সকাল ৭টার সময় করোনা বিধি মেনে বিহারে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। যে ১৯টি জেলায় এই পর্বে ভোট হচ্ছে তার মধ্যে বিহারের সবচেয়ে বেশি করোনা প্রভাবিত ১০ জেলাই রয়েছে। স্বাভাবিকভাবেই, ভোটকেন্দ্রগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে ভোটকেন্দ্রের বাইরের ছবিটা আগের মতোই বিপজ্জনক।

আরও পড়ুনঃ অর্ণবকে রক্ষাকবচ সুপ্রিম কোর্টের

বিধানসভা নির্বাচনের পাশাপাশি বাল্মীকিনগর লোকসভা আসনের উপনির্বাচনেও চলছে ভোটগ্রহণ। জনতা দল ইউনাইটেডের সাংসদ বৈদ্যনাথ মাহাতোর মৃত্যুতে এই কেন্দ্রটিতে হচ্ছে উপনির্বাচন। এখানে সরাসরি লড়াই জেডিইউ এবং কংগ্রেসের মধ্যে।

আরও পড়ুনঃ মধ্যাহ্নভোজন নিয়ে শাহকে বিঁধলেন অভিষেক

করোনা সংকট উপেক্ষা করে বিহারের প্রথম দু’দফায় বেশ ভাল হারেই ভোট পড়েছে। তৃতীয় দফাতেও সকাল থেকেই ভোটারদের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটারদের রেকর্ড সংখ্যায় ভোট দিতে অনুরোধ করেছেন।

এদিন সকালে এক টুইটে প্রধানমন্ত্রী বলেন,”আজ বিহারের তৃতীয় পর্বের ভোটগ্রহণ। সব ভোটারদের কাছে আমার অনুরোধ বড় সংখ্যায় ভোটগ্রহণ করুন এবং ভোটদানের নতুন রেকর্ড গড়ুন।” আরজেডি নেতা তেজস্বী যাদবও বিহারবাসীকে ভোটদানে উৎসাহিত করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here