নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
প্রশাসনের নির্দেশিকার পরও বন্ধ হয়নি থার্মোকলের ব্যবহার। পিকনিক শেষ, জঞ্জালের স্তুপে পরিণত স্থান।পড়ে রয়েছে থার্মোকলের থালা বাটি, প্লাস্টিকের গ্লাস, শুকিয়ে যাওয়া আলুর খোসা।ছড়িয়ে রয়েছে সব্জি টুকরো,আবর্জনা, পপকর্ন,চিপসের প্যাকেট,আধপোড়া কাঠ, ছাই।কিছু দূরে পড়ে রয়েছে মদের বোতল,কাঁচের টুকরো। শীতের উত্তরের হাওয়ায় বাতাসে খড় কুটোর মতো উড়ে চলেছে মুরগির পালক। মেদিনীপুরের বিভিন্ন পিকনিক স্পটে গেলে সৌন্দর্যে মুগ্ধ হওয়ার বদলে এই দৃশ্য-দূষণই নজরে পড়ছে। পিকনিক প্রেমীরা বা স্থানীয় প্রশাসন, সাফাইয়ের কাজে এগিয়ে আসেনি কেউই। শুধু দৃশ্য দূষণই নয়, দূগর্ন্ধও ছড়াচ্ছে এলাকায়।এর ফলে ঐ স্থানে পরের দিন যারা পিকনিক করতে আসছে সমস্যায় পড়ছেন তারা। পিকনিক প্রেমীদের দাবী আমরা বাইরে থেকে এসেছি,কোথায় ফেলব বর্জ্য পদার্থ জানা নেই।ফলে আমাদের কাছে পরিস্কারের জন্য চার্জ নিয়ে কর্তৃপক্ষ পরিস্কারের ব্যবস্থা করুক।
আরও পড়ুন: সবংয়ে দমকল কেন্দ্র গড়তে এলাকা পরিদর্শন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584