নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
অবশেষে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর ফ্ল্যাটে কোয়ারান্টাইন নোটিশ লাগালো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
সোমবার রাতে প্রতিমন্ত্রীর আবাসনের একদম বাইরের দিকে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে হোম কোয়ারান্টাইন নোটিশ লাগানো হয়। তবে প্রতিমন্ত্রীর নাম লেখা পোস্টারে ৩১ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত হোম কোয়ারান্টাইন পিরিয়ডের উল্লেখ রয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনকে তোয়াক্কা না করেই দোকানের সামনে ভিড় গ্রাহকদের
যদিও পুরো বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সাংসদ দেবশ্রী চৌধুরী৷ এমনকি বক্তব্য মেলেনি জেলা প্রশাসনের কোন কর্তাব্যক্তিদের। জানা গেছে, কয়েকদিন থেকেই মন্ত্রীর বাড়িতে কোয়ারান্টাইন নোটিশ লাগানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে রায়গঞ্জে।
প্রথম পঞ্চায়েত স্তরের দুই স্বাস্থ্য কর্মী, পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও রায়গঞ্জ থানার আইসি নোটিশ সাঁটতে গিয়ে মন্ত্রীর বাধা পেয়ে ফিরে আসেন। তবে সোমবার রাতে সবার অজান্তেই কার্যত এই নোটিশ, প্রতিমন্ত্রীর আবাসনের সামনে লাগানো হয়।
গত ৩১ মার্চ দিল্লি থেকে কলকাতা, এরপর রায়গঞ্জে আসেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী৷ এরপর ২ এপ্রিল শহরের রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করেন তিনি। সেই থেকেই শুরু হয় বিতর্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584