অবশেষে জয় হলো আন্দোলনকারী ছাত্রছাত্রীদের

0
47

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

 

Finally students have won
নিজস্ব চিত্র

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে রেজাল্টের অসঙ্গতির প্রতিবাদ আজ গন স্বাক্ষর সহ বিশ্ববিদ্যালয়ের কনট্রোলার হরিপ্রসাদ সরকারের নিকট ডেপুটেশনের দেওয়ার পর আন্দোলনকারীদের দাবি মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আন্দোলনের এই জয়ে উচ্ছসিত ছাত্র ঐক্যের ছাত্র ছাত্রীরা ৷”দ্বিতীর সেমিস্টার ছাত্র ঐক্য ” র উদ্যোগে বিভিন্ন কলেজ থেকে প্রায় শতাধিক ছাত্র ছাত্রীরা মেদিনীপুর স্টেশন থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয় গেটে পৌঁছায় ও ওখানে বিক্ষোভ দেখায়৷আন্দোলনকারী “দ্বিতীয় সেমিস্টার ছাত্র ঐক্যের” দাবী ছিল দ্রুত মার্কশিট প্রদান, আবেদনের ভিত্তিতে উপযুক্ত সময় দিয়ে ছাত্র ছাত্রীদের রেজাল্ট পুনর্মূল্যায়ন করা৷

Finally students have won
দাবি পত্র। নিজস্ব চিত্র

ছাত্র ঐক্যের পক্ষে কনট্রোলারের কাছে ডেপুটেশানে অংশগ্রহনকারী বেলদা কলেজের ছাত্র তুষার দাস,কাঁথি প্রভাত কুমার কলেজের অনুপ জানা,সুধাব্রত কামিল্যা,খড়গপুর কলেজের প্রসাদ মল্লিক,কাশমুলী কলেজের বিবেকানন্দ বর্মনরা জানায় ” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আলোচনায় দাবি মেনে নিয়েছে ৷যেখানে একটি পেপার রিভিউ (RTI)করতে ৪৬০ টাকা দিতে হতো সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত ভাবে আমাদের জানিয়েছে ১০টাকার বিনিময়ে ছাত্ররা রিভিউ করতে পারবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ের অভাব মেনে নিয়েছে এবং কলেজে কলেজে এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিনার করার আশ্বাস দিয়েছে এবং সঠিক সময়ে সিলেবাস ও বই সরবরাহের দাবিও কর্তৃপক্ষ মেনে নিয়েছে ।”
দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ঐক্যের এই আন্দোলনের জয়কে অভিনন্দন জানিয়েছে ছাত্র সংগঠন ডিএসও ৷

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ,বুথে তালা দিল বাসিন্দারা

ডিএসও র পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক অনুপ মাইতি ও ব্রতীন দাস বলেন ” আবার প্রমান হল আন্দোলনই দাবি আদায়ের একমাত্র পথ।আমরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি৷আমরা প্রথম থেকেই CBCS সেমিস্টারের বিরুদ্ধে আমাদের মত ব্যক্ত করেছি ,আগামীদিনেও ছাত্র স্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব৷”
এই জয়ের পরে স্বভাবতই খুশি ছাত্র মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here