সুদীপ পাল,বর্ধমানঃ

দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল।দীর্ঘদিন ধরে শিল্পাঞ্চলের স্বপ্ন ছিল।অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।সেই স্বপ্ন পূরণ আর সময়ের অপেক্ষামাত্র।অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দর থেকে চেন্নাই ও মুম্বাই বিমান পরিষেবা চালু হতে চলেছে কয়েকদিন পর থেকেই।কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় টুইট করে বিষয়টি সর্বসাধারণকে জানান।তিনি জানান,আর কয়েক দিনের মধ্যেই অন্ডাল বিমানবন্দর থেকে চেন্নাই এবং মুম্বাই বিমান পরিষেবা চালু হয়ে যাবে।খুব শীঘ্রই এই পরিষেবা যাতে চালু হয় সেজন্য খুব দ্রুত কাজ হচ্ছে।সপ্তাহে চারদিন কলকাতা-অন্ডাল-চেন্নাই ও কলকাতা-অন্ডাল-মুম্বাই রুটে স্পাইসজেটের বিমান আসা-যাওয়া করবে।শিল্পাঞ্চলের বাসিন্দারা বলছেন,দীর্ঘদিন থেকেই এই দাবি ছিল অন্ডাল বিমানবন্দরটিকে নতুন করে সাজিয়ে শুরু হোক চেন্নাই এবং মুম্বাই এর মধ্যে বিমান পরিষেবা।অবশেষে তা হওয়ায় খুশি সকলেই। ঠিক ছিল,জানুয়ারির ১০ তারিখের মধ্যে অন্ডাল বিমান বন্দর থেকে নতুন রুটে বিমান পরিষেবার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। অবশেষে সেই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়ে ভারতের অন্যান্য অঞ্চলের সাথে শিল্পাঞ্চল এর দূরত্ব যে কমে আসবে তা বোঝা যাচ্ছে।
আরও পড়ুনঃ বালুরঘাটে প্রত্নতত্ত্ব বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584