নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের খাঁচা বন্দী চিতা বাঘ।মঙ্গলবার ভোর ৫টা নাগাদ মাদারিহাট বীরপাড়া ব্লকের ধূমচি পাড়া চা বাগানের ১২ নম্বর সেকশনে বন্দী হয় চিতা বাঘটি।বন্দী বাঘ দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা।তবে গত এক সপ্তাহে দুটি প্রাণ কেড়ে নেওয়া চিতাটিই খাঁচা বন্দী হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে এলাকাবাসী।খাঁচা বন্দী হলেও স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক এখনও দূর হয় নি।ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি বলেন,গত কয়েক দিন ধরে নরখাদক চিতাটিকে খাঁচা বন্দী করার জন্য বন দফতর আপ্রান চেষ্টা চালিয়েছে।ভবিষ্যতে আরও সক্রিয় হবে দফতর।মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কাজি বলেন,কাল বিকেল বেলায় বাঘটিকে তিন বার দেখে গেছিল।তিনি বলেন,বাঘটি পূর্ন বয়স্ক আমাদের ছয়টি খাঁচা পাতা আছে তার মধ্যে দুটি বাঘ ধরা পড়ল। বাঘটিকে রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে উদ্ধার গরু,উধাও পাচারকারী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584