নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা আক্রান্ত গর্ভবতী মা, হাসপাতালের মাতৃমা ভবনের সামনে পড়ে থাকলো দীর্ঘক্ষণ, বেড না থাকায় দু’ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হল হাসপাতালের বাইরে। চরম অমানবিকতার ছবি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা আতঙ্ক ছড়াল অন্য রোগীর পরিজনদের মধ্যেও।
অবশেষে প্রায় আড়াই ঘণ্টা পর করোনা আক্রান্ত গর্ভবতী মহিলাকে ভর্তি নিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। চন্দ্রকোনার এক নম্বর ব্লকের ক্ষীরপাইয়ের আদবপুর গ্রামের বাসিন্দা ছায়া মল্লিক দে (২০) প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার সকালে প্রথমে ভর্তি হয় ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
এরপর করোনা অ্যান্টিজেন টেস্টে পজিটিভ রিপোর্ট আসার পরেই করোনা আক্রান্ত এই গর্ভবতী মহিলাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত এমব্যাপে
সেই মতো সোমবার বিকেলে রীতিমতো পিপিই কিট পরিয়ে অ্যাম্বুল্যান্সে করে ওই গর্ভবতী মহিলাকে ক্ষীরপাই থেকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুনঃ দেশের করোনা পরিস্থিতি: ৮ ই সেপ্টেম্বর
তবে অ্যাম্বুল্যান্স চালক মহিলাকে হাসপাতালের গেটে ফেলে রেখেই চম্পট দেয় বলে অভিযোগ। এরপর থেকে প্রায় আড়াই ঘণ্টা মাতৃমা ভবনের সামনে বসে ছটকাতে থাকে গর্ভবতী করোনা আক্রান্ত এই মহিলা। এমনকি সাহায্যের জন্য এগিয়ে আসেনি কোনও স্বাস্থ্যকর্মীও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃ ভবনের সামনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584