পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ
বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের কাঁচা রাস্তাগুলি পাকা করার প্রয়াস জোরকদমে চলছে।উল্লেখ্য,পুরসভা গঠিত হওয়ার পর প্রশাসক তথা মহকুমা শাসক দেবাঞ্জন রায়ের প্রচেষ্টায় ১৪ টি ওয়ার্ডের ১০৬ টা কাঁচা রাস্তা পাকা হয়েছিল। গতবছর পুরবোর্ড গঠিত হওয়ার পর পুরপ্রধান অখিল চন্দ্র বর্মনের উদ্যোগে ১০৮ টি কাঁচা রাস্তা পাকা করার সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে ৩৫টি কাঁচা রাস্তা সিমেন্ট ঢালাই করে পাকা করা হয়েছে।৪ টি রাস্তার পাকা করার কাজ চলছে কিন্তু বাধ সেধেছে অর্থ,যে ৩৫ টি রাস্তার কাজ শেষ হয়েছে তার জন্য ঠিকাদারদের পাওনা রয়েছে বিস্তর টাকা। ইতিমধ্যে ঠিকাদাররা কাজ সমাপ্ত হওয়ায় পাওনা টাকার জন্য দরবার শুরু করেছেন পুরসভার কাছে।
পুরপ্রধান অখিল চন্দ্র বর্মন বলেন, নিয়মানুযায়ী কাজ শেষ হওয়ার পর সমস্ত তথ্য রাজ্য সরকারের পুর দফতরে পাঠাতে হয়, আমারা ইতিমধ্যে রাজ্য পুরদফতরে টাকা চেয়ে পাঠিয়েছি।টাকা না এলে তো ঠিকাদারদের পাওনা মেটাতে পারছিনা।এদিকে ঠিকাদাররা পাওনা টাকার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন।আমার এখন শিরে সংক্রান্তির দশা আশা করি পুজোর পুজোর পূর্বেই সমস্যা মিটে যাবে।তবে এই ১০৮ টি রাস্তার জন্য বরাদ্দকৃত অর্থের পরিমান ২ কোটি ৭৫ লক্ষ টাকা।
আরও পড়ুনঃ রেলগেট তুলে দেওয়ার সিদ্ধান্তে বিক্ষোভ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584