হারের কারন খুঁজতে ময়নাতদন্ত গেরুয়া শিবিরে

0
44

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

তিন উপনির্বাচনে হারের ময়নাতদন্তে গেরুয়া শিবির। কেন হার খতিয়ে দেখতে কথা বলা হবে সাধারণ ভোটার থেকে দলের কার্যকর্তাদের সাথে, দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সম্প্রতি করিমপুর, কালিয়াগঞ্জ, খড়গপুর বিধানসভা উপনির্বাচনে ভরাডুবি হয়েছে রাজ্য বিজেপি। হাতছাড়া হয়ে গিয়েছে দিলীপ ঘোষের গড় নামে পরিচিত খড়গপুর বিধানসভাও। এবারের এই হারের কারণ খুঁজতে মাঠে নামছে বিজেপি নেতৃত্ব। পাশাপাশি পরের বছরই রাজ্যে পৌরসভা নির্বাচন, তার আগে নয়া রণকৌশল তৈরি করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিভিন্ন পৌরসভায় তৈরি করা হয়েছে কমিটি, ইস্যু অনুযায়ী সাধারণ ভোটারদের কাছে তুলে ধরা হবে দলের স্ট্যান্ডপয়েন্ট।

নিজস্ব চিত্র

একই সাথে বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় কোন্দল মেটাতেও সক্রিয় রাজ্য বিজেপি নেতৃত্ব। নব্য-পুরনো সংঘাতে ইতি টানতে নয়া পরিকল্পনা নিতে চলেছে বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে পুর নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে মরিয়া গেরুয়া শিবির, অন্য রাজ্যে গণধর্ষণের ঘটনা ঘটলে কড়া সাজা হয় দোষীর কিন্তু এ রাজ্যে কড়া ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে, কালীঘাট গণধর্ষণকাণ্ডে রাজ্যের ভূমিকার কড়া সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা সাংসদ দিলীপ ঘোষ। একইসাথে গণধর্ষণের মতো ঘটনা আটকাতে সংসদে ব্যক্তিগত উদ্যোগে বিল নিয়ে আসার কথাও বললেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here