হুগলীতে অস্ত্র কারখানার হদিশ, ধৃত ২ দুষ্কৃতী

0
183

মোহনা বিশ্বাস, হুগলীঃ

হুগলীর দুই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের তৎপরতায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র ও গুলি। ধৃত দুষ্কৃতিরা চুঁচুড়ার রবীন্দ্রনগরের কুখ্যাত দুষ্কৃতি টোটন বিশ্বাসের দুই সঙ্গী। একজনের নাম প্রসেনজিৎ সাহা ওরফে চিকনা এবং অপরজন হল মিলন শীল ওরফে ভাগ্না।

finding of arms factory at Hooghly
ধৃতরা। নিজস্ব চিত্র

ধৃত এই দুই ব্যক্তির কাছ থেকে ৩টি কারবাইন, ৬টি ম্যাসকেট, এক নলা বন্দুক, দোনলা বন্দুক, ৩টি সেভেন এমএম, ৩টি নাইন এমএম পিস্তল সহ মোট ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

finding of arms factory at Hooghly
আগ্নেয়াস্ত্র। নিজস্ব চিত্র

গত ১৩ জুলাই রাতে চুঁচুড়ার রবীন্দ্রনগরে দুষ্কৃতিদের ধরতে অভিযান চালায় চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। পুলিশ ও দুষ্কৃতিদের মধ্যে সংঘর্ষ হয়।

অবশেষে কুখ্যাত দুষ্কৃতি টোটন বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। সেইসময় তার এই দুই সঙ্গীর হদিশ পায়নি পুলিশ। পরে ধরপাকড় শুরু করার পর গ্রেপ্তার করা হয় টোটনের সঙ্গীদের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র দেখে অস্ত্র কারখানার হদিশও পাওয়া গেছে বলে জানান কমিশনার হুমায়ূন কবীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here