নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে সময় বারাণসীতে নরেন্দ্র মোদীর দত্তক নেওয়া গ্রামের মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এই নিয়ে একটি প্রতিবেদন লিখেছিলেন দিল্লির সাংবাদিক। সেই কারণে ওই সাংবাদিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন বারাণসী থানার পুলিশ।
অনলাইন পোর্টাল স্ক্রোল.ইন এ সাংবাদিকতা করেন অভিযুক্ত সাংবাদিক সুপ্রিয়া শর্মা। তাঁর বিরুদ্ধে মানহানি, রোগজীবাণু ছড়ানোর মতো গাফিলতি, তফশিলী জাতি, উপজাতি আইনে মামলা করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই বারাণসীতে প্রধানমন্ত্রীর দত্তক নেওয়া দোমারি গ্রামের এক মহিলার সাক্ষাৎকার নিয়েছিলেন সুপ্রিয়া শর্মা।
Our statement. @scroll_in https://t.co/rBbOcXMK0P pic.twitter.com/TBw4I0YUl7
— Supriya Sharma (@sharmasupriya) June 18, 2020
২০২০ সালের ৫ জুন দোমারি গ্রামের মালা নামে ওই মহিলার সাক্ষাৎকার নেওয়া হয়। তিনি যা বলেছেন, হুবহু লেখা রয়েছে প্রতিবেদনে। সাক্ষাৎকারে ওই মহিলা বলেছিলেন যে, তাঁরা লকডাউনের দিনগুলো অনাহারে কাটাতে হচ্ছে তাঁদের। তাঁর সেই কথাই প্রতিবেদনে লিখেছিলেন সাংবাদিক সুপ্রিয়া। কিন্তু সাক্ষাৎকার দেওয়া মালা নামের মহিলা গত ১৩ জুন থানায় অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, তাঁরা কেউ অভুক্ত নন, মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনঃ গর্গকে গ্রেফতারের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর
মহিলার অভিযোগের ভিত্তিতেই পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা করেছে সাংবাদিকের বিরুদ্ধে। অন্যদিকে অনলাইন পোর্টাল স্ক্রোল.ইন এর অভিযোগ, বিজেপি সরকারের হাতে সাংবাদিকদের হেনস্থার ঘটনা কোন নতুন ঘটনা নয়। এই ঘটনার পর কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছে ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস’ বলে একটি মঞ্চ। কোন দেশে সাংবাদিকদের স্বাধীনতা কতটা? সেই তালিকায় দেখা যাচ্ছে অন্যান্য দেশের তুলনায় ভারতের স্থান বেশ খানিকটা নীচে নেমে গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584